বেদোপ্রজ্ঞার গানে মুগ্ধ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আমন্ত্রণ ব্রহ্মপুত্র উপত্যকায়
বিক্রম দাস
ব্রহ্মপুত্র উপত্যকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পেলেন উধারবন্দের বেদোপ্রজ্ঞা ভট্টাচার্য। ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হলেও আমন্ত্রণটা যদি আসে স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পক্ষ থেকে, বলাবাহুল্য ব্যাপারটা তখন অন্য মাত্রা পায়। কে সেই বেদোপ্রজ্ঞা ভট্টাচার্য? এত বড় সম্মানের ভাগীদার কিভাবে হল সে?
একাদশ শ্রেণির ছাত্রী বেদোপ্রজ্ঞা ভট্টাচার্য উধারবন্দের ছয় মাইলের বিজন ভট্টাচার্য ও শিক্ষিকা কস্তুরী ভট্টাচার্যের কন্যা। প্রতিভাশালী কণ্ঠশিল্পী বেদোপ্রজ্ঞার গান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে মুগ্ধ করেছে বলে জানা যায়।
মুখ্যমন্ত্রী গত রবিবার উদারবন্দ থানার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বেদোপ্রজ্ঞা। সেই সঙ্গীত মুগ্ধ করে মুখ্যমন্ত্রীকে। তিনি পরদিন সার্কিট হাউসে তাকে ডেকে পাঠান। পরদিন বাবার সঙ্গে বেদোপ্রজ্ঞা সার্কিট হাউসে গেলে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল ও জেলা শাসক কীর্তি জল্লি। তিনি তাকে ব্রহ্মপুত্র উপত্যকায় সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানান।
সেই সূত্র ধরে ওএসডি শেখর দে জানান, খুব শীঘ্রই বেদোপ্রজ্ঞা ব্রহ্মপুত্র উপত্যকায় কোন এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে। সে ব্যাপারে কথাবার্তা চলছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১৮ সালের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক সফরে এসেছিলেন। শিলচর আসার পথে উধারবন্দে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিল বেদোপ্রজ্ঞা। তখন সে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। সেই সংগীত মুগ্ধ করেছিল মুখ্যমন্ত্রীকে।তিনি তাকে কাছে ডেকে গামছা এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন।
এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তাকে ব্রহ্মপুত্র উপত্যকায় আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে দুই উপত্যকার সাংস্কৃতিক আদান-প্রদানে বেদোপ্রজ্ঞা এক বিশেষ ভূমিকা পালন করতে পারে।
Comments are closed.