Also read in

উধারবন্দের পানগ্রাম এলাকায় দুঃসাহসিক ডাকাতি, প্রায় ২৮ লক্ষ টাকার নগদ এবং গহনা খোয়া গেল প্রাক্তন জিপি সভাপতির

গতকাল রাতে আরো একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হলো কাছাড় জেলার উধারবন্দ এলাকার পানগ্রামে । ডাকাতেরা বন্দুক উঁচিয়ে বাড়িঘর তছনছ করে প্রায় কুড়ি লক্ষ টাকার নগদ এবং সোনার গহনা লুঠ করে নিয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পানগ্রাম এলাকার পিডব্লিউডি কন্ট্রাকটর তথা প্রাক্তন জিপি সভাপতি এনামুল হক লস্করের বাড়িতে গতকাল রাত প্রায় একটার সময় কুড়ি-পঁচিশ জন দুষ্কৃতি বন্দুক, ভোজালি নিয়ে বাড়ির দরজার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। প্রথমত এরা নিজেদেরকে পুলিশের লোক হিসাবে পরিচয় দেয় এবং বেআইনি অস্ত্র সম্বন্ধে জানতে চায়। একটু পরেই এরা নিজস্ব রূপ ধরে, সবগুলো মোবাইল প্রথমে নিজেদের কব্জায় নিয়ে নেয় এবং নগদ ও গহনা যা আছে দিয়ে দিতে বলে। এনামুল জানান, ব্যাংক থেকে তুলে আনা টাকা ঠিকাদারির কাজে ব্যয় হয়ে গেছে। দুষ্কৃতীরা তখন ভয় দেখাতে ফাঁকা গুলি চালায়; স্বাভাবিকভাবেই হতভম্ব এনামুল হক তাদেরকে লকার থেকে নগদ টাকা এবং দামী জিনিসপত্র দিয়ে দেন।

এতে সন্তুষ্ট না হয়ে এরা পাশের ঘর তছনছ করে এবং আরো নগদ টাকা নিজেদের হেফাজতে নিয়ে নেয়। তারপর এনামুল হকের স্ত্রী এবং বোনের দেহে থাকা সমস্ত গয়না ও করায়ত্ত করে। এনামুল হক প্রদত্ত হিসেবে অনুযায়ী প্রায় ১৫ লক্ষ টাকা নগদ যার মধ্যে মসজিদ কমিটির দেওয়া ২ লক্ষ ৭০ হাজার টাকার বাক্স এবং ২৫ ভরি গহনা যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ এবং সাতটা মোবাইল এরা নিয়ে যায়। এরপর ওরা বিনা বাধায় বাড়ি থেকে বেরিয়ে গা ঢাকা দেয়।

এডিশনাল এসপি জগদীশ দাস অকুস্থলে হাজির হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই দুষ্কৃতীদের আইনি ব্যবস্থা নিয়ে আসা সম্ভব হবে।

Comments are closed.