
কাছাড়ে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা
আসাম বিধানসভার নির্বাচন দোরগোড়ায়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নির্বাচন আয়োগের নির্দেশক্রমে এবং রাজ্যের অন্যান্য জেলার ন্যায় কাছাড় জেলার ৭টি বিধান সভা চক্রের চূড়ান্ত ভোটার তালিকা সোমবার কাছাড়ে প্রকাশ করা হয়েছে ।
এতে বলা হয়েছে যে , ১৯৬০ ইংরাজীর নির্বাচন পঞ্জীবন্ধন নিয়মাবলীর বিধান অনুযায়ী এবং ভারতের নির্বাচন আয়োগের নির্দেশ অনুযায়ী ৯ নং শিলচর বিধান সভা চক্র, ১০ নং সোনাই বিধান সভা চক্র, ১১নং ধলাই চক্র, ১২নং উধারবন্দ বিধান সভা চক্র,১৩নং লক্ষীপুর বিধান সভা চক্র, ১৪নং বড়খলা বিধান সভা চক্র ও ১৫ নং কাটিগড়া বিধানসভা চক্রের ছবিযুক্ত ভোটার তালিকা বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের মাধ্যেমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই সংশোধিত তালিকায় ১লা জানুয়ারি, ২০২১ইং তারিখকে ভিত্তি করে নাম সন্নিবিষ্ট করা হয়েছে।
জনগণ কর্তৃক তালিকা পর্যবেক্ষণের জন্য এই ভোটার তালিকার প্রতিলিপি কাছাড় জেলা পরিষদের কার্যালয়, জেলা নির্বাচন কার্যালয়, নির্বাচন পঞ্জীয়ক আধিকারিকের কার্যালয়, সহকারী নির্বাচন পঞ্জীয়কের কার্যালয় এবং সংশ্লিষ্ট ভোট কেন্দ্র ভিত্তিক আধিকারিকের কার্যালয়ে রাখা হয়েছে।
তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে জারী করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
Comments are closed.