![](https://barakbulletin.com/wp-content/uploads/2021/01/IMG-20210121-WA0021-750x430.jpg)
বদরপুরে দুর্ঘটনাগ্রস্ত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আহত ১৫
আগরতলা থেকে শিয়ালদহ যাওয়ার পথে বদরপুরে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন, প্রায় দুই ঘন্টা ধরে স্টেশনে থেমেছিল ট্রেনটি। বৃহস্পতিবার দুপুরে আগরতলা থেকে শিয়ালদা যাওয়ার পথে বদরপুরে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি।প্রাপ্ত খবর অনুযায়ী, ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন, একটি ছোট বালকের মাথায় জখম হয়েছে, তাকে ডাক্তার দেখানো হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে স্টেশনে থাকার পর ট্রেনটি পুনরায় যাত্রা করেছে।
জানা গেছে, বারকিং ইঞ্জিন সংযুক্ত করতে গিয়ে এই ঘটনা ঘটে। পাহাড়ী এলাকায় ওঠার আগে ট্রেনের পিছন দিক থেকে অতিরিক্ত ইঞ্জিন সংযুক্ত করা হয়, সব ট্রেনের ক্ষেত্রেই এই নিয়ম সমান। বৃহস্পতিবার দুপুরে যে চালক বারকিং ইঞ্জিনটি লাগানোর জন্য নিয়ে আসছিলেন তার অসাবধানতা অথবা কোনও যান্ত্রিক গোলযোগের ফলে হঠাৎ করেই ইঞ্জিনের গতি বৃদ্ধি পায়। যেখানে দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আসার কথা, সেখানে চল্লিশের বেশি গতিতে ইঞ্জিনটি ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা ট্রেনে। এতে ট্রেনের কয়েকটি কামরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতর চলাফেরা করছিলেন বা দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ এত দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা লাগায় অনেকেই পড়ে যান। এক মহিলা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তারা পড়ে গিয়ে আহত হন।
সিআরপিও শোভন চন্দ জানিয়েছেন, প্রায় ১৫ জন যাত্রী চোট পান এবং তাদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে মেডিক্যাল দল সেখানে ছুটে আসে। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয় এবং ট্রেনের যেসব কামরার ক্ষতি হয়েছে সেটা খুঁজে দেখা হয় এবং যাত্রীরা যাত্রা করতে সমর্থ কিনা সেটা যাচাই করা হয়। এতে দুই ঘন্টা দেরি হয়, তবে শেষমেষ ট্রেনটি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
এদিকে বিভাগের পক্ষ থেকে তদন্ত করতে বলা হয়েছে, আসলে কি কারণে এমন ঘটনা হয়েছে তা খতিয়ে দেখার জন্য। আধিকারিকরা জানিয়েছেন, তারা তদন্তের পর দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
Comments are closed.