শুভমের দুরন্ত শতরান, উত্তরপাড়া কে উড়িয়ে দিল টাউন ক্লাব
শিলচরে চলতি অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ এর দ্বিতীয় শতরান হাঁকালেন টাউন ক্লাবের শুভম মন্ডল। আর তার এই সেঞ্চুরির দৌলতে উত্তরপাড়া ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিল টাউন ক্লাব। ২৫৮ রানের বিশাল ব্যবধানে।
শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এসিএর প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে এটা দ্বিতীয় শতরানের ইনিংস। এর আগে টুর্ণামেন্টে সেঞ্চুরি করেছিলেন যোগাযোগ সংঘের জয়দীপ সিংহ। তবে বুধবার শুভম এক দুরন্ত শতরানের ইনিংস খেললেও ম্যাচ কিন্তু ছিল চরম একপেশে। টুর্নামেন্টে যেন এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ হয়ে গেল একটিও জমেনি। সবকটাই ছিল চরম একপেশে। এদিনও সেই ধারা বজায় থাকলো।
সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উত্তরপাড়া ক্লাব। তবে খুব দ্রুত তাদের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। টাউন ক্লাবের শক্তিশালী ব্যাটিং ইউনিটের সামনে উত্তরপাড়ার একজন বোলারও সুবিধা করতে পারেননি। এরোই ফায়দা তুলে নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেটে ৩১৪ রানের বিশাল একটা স্কোর খাড়া করে নেয় টাউন ক্লাব। শুভম মণ্ডল ১১১ রানে অপরাজিত থাকেন। হাকান ১৫টি চার। এছাড়া অর্ধশত রান করেন রাজ্য দলের তারকা অভিষেক ঠাকুরি (৫৫) ও কৃশানু দত্ত (৫৯)। অমন সিং করেন ২৪। অতিরিক্ত থেকে আসে ৪৪। বিপক্ষের রিশব দত্ত মজুমদার ৩ উইকেট নিলেও ওভার প্রতি দশ রান খরচ করেন।
টাউন ক্লাবের মত দলের বিরুদ্ধে এই রান তাড়া করা উত্তর পাড়ার পক্ষে সম্ভব ছিল না। তবে তারা ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। ১৬.২ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। তন্ময় চক্রবর্তী (১৯) ও মুকেশ গোয়ালা (১৭) উল্লেখযোগ্য অবদান রাখেন। তিন উইকেট নেন সমীক দাস।
Comments are closed.