সমাজ কল্যাণ বিভাগের জেলা কার্যালয়ে হাইলাকান্দি পুলিশের অভিযান, জব্দ নথিপত্র
হাইলাকান্দির সমাজকল্যাণ বিভাগে বড়মাপের কেলেংকারির ঘটনায় শেষপর্যন্ত নড়েচড়ে বসেছে পুলিশ। এব্যাপারে জেলাপ্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের হওয়ার পর শুক্রবার এই বিভাগের হাইলাকান্দির আই সি ডি এস কার্যালয়ে হানা দিয়ে নথিপত্র জব্দ করেছে পুলিশ। এদিন জেলা পুলিশের ডি এস পি নয়নজ্যোতি বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল ম্যজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এই কার্যালয়ে অভিযান চালায়।
অবশ্য এর আগে বৃহস্পতিবার হাইলাকান্দির জেলা উন্নয়ন আধিকারিক হাইলাকান্দির সমাজকল্যাণ বিভাগে অবৈধ নিযুক্তির বিষয়ে মোট পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশে মামলা করেছেন। সমাজকল্যাণের অবৈধ নিযুক্তি সংক্রান্ত অভিযোগের তদন্ত করছেন ডি ডি সি এফ আর লস্কর ।
জেলাপ্রশাসনের পক্ষ থেকে লস্করের দায়ের করা মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, জেলা সমাজকল্যাণ (ভারপ্রাপ্ত) আধিকারিক আস্রফ উদ্দিন লস্কর, হাইলাকান্দি প্রকল্পের সি ডি পি ও বোধিন্দ্র কুমার বরা, দক্ষিন হাইলাকান্দির সি ডি পি ও কনক ডেকা, হাইলাকান্দি প্রকল্পের করণিক আব্দুল হান্নান এবং আলগাপুর প্রকল্পের করণিক আক্তার হুসেন লস্কর।
এদের মধ্যে আব্দুল হান্নান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অন্যদিকে আরেক অভিযুক্ত হাইলাকান্দির সি ডি পি ও বোধিন্দ্র কুমার বরা গত একত্রিশ মার্চ চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে গা ঢাকা দিয়ে রয়েছেন। এদিকে জেলা সমাজকল্যাণ আধিকারিক আস্রফ উদ্দিন লস্কর বর্তমানে এন আর সি-র দায়িত্বে রয়েছেন । ফলে পুলিশ তার জবানবন্দী গ্রহণ করতে পারেনি। তবে পুলিশ খুব শীঘ্রই তার জবানবন্দী রেকর্ড করবে বলে জানা গেছে। এদিকে হাইলাকান্দির জেলা উন্নয়ন আধিকারিক এফ আর লস্কর অবৈধ নিযুক্তি সংক্রান্ত অভিযোগের তদন্ত করে দীর্ঘ প্রতিবেদন পুলিশের কাছে জমা দিয়েছেন। তিনি তার প্রতিবেদনে সমাজকল্যাণ বিভাগের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা পদে অবৈধ নিযুক্তি সহ শিশু উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অর্থের আত্মসাতের অভিযোগ এনেছেন। উল্লেখ্য, এই বিভাগের হাইলাকান্দি প্রকল্পের সি ডি পি ও বোধিন্দ্র কুমার বরার নেতৃত্বে এক শক্তিশালী সিন্ডিকেটে হাইলাকান্দির বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মবহির্ভূতভাবে নিযুক্তি প্রদানের অভিযোগ এনেছিল আমসা নামের একটি সংস্থা ।
সংস্থার অভিযোগের তদন্তে সমাজকল্যাণের এই বড় মাপের কেলেঙ্কারি ফাঁস হয়েছে। যদিও পুলিশ এব্যাপারে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে চলেছে। এদিন এই কেলেংকারির মামলার ব্যাপারে হাইলাকান্দি সদর থানার ও সি সুরজিত চৌধুরী এবং জেলাপুলিশের ডি এস পি নয়নজ্যোতি বর্মনের সঙ্গে যোগাযোগ করলে তারা কেউই এব্যাপারে মুখ খুলতে চাননি ।
Comments are closed.