Also read in

জে কে বরুয়া আন্তঃজেলা ক্রিকেটের দল জানালো শিলচর, ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী দুই কোচ তথাগত-দীপঙ্কর

গতবছর জে কে বরুয়া ট্রফি আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের জোনাল পর্ব থেকেই বিদায় নিয়েছিল শিলচর। করিমগঞ্জের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল তারা। অথচ গতবছর শক্তিশালী একটা ইউনিট নিয়েই টুর্ণামেন্টে খেলতে নেমেছিল শিলচর। এরপরও প্রথম ম্যাচ খেলেই ছিটকে যেতে হয়েছিল। তাই এবার যাতে সেরকম কিছুর পুনরাবৃত্তি না ঘটে তাঁর জন্য যথেষ্ট সতর্ক শিলচর জেলা ক্রীড়া সংস্থা।

জে কে বরুয়া ট্রফি আন্তঃজেলা ক্রিকেট কে সামনে রেখে একটি সিলেকশন কাম ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছিল সংস্থা। এর জন্য ২৫-৩০ জনকে ক্যাম্পে ডাকা হয়েছিল। কোচ তথাগত দেবরায়ের অধীনে গত ১০-১২ দিন নেটে ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। ক্যাম্পে ক্রিকেটারদের ফিজিক্যাল ট্রেনিংও হয়েছে। সেই ক্যাম্পের পারফরম্যান্স বিবেচনা করে শনিবার টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে দিল শিলচর। এদিন ক্রিকেট শাখার এক বৈঠকের পর দল ঘোষণা করেন সংস্থার সচিব নিরঞ্জন দাস। ঘোষিত দলে দুইজন কোচের দায়িত্বে রয়েছেন। এরা হলেন তথাগত দেবরায় ও দীপঙ্কর দেব। দুজনেই জেলার প্রাক্তন ক্রিকেটার এবং জেলার জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। তথাগতর কোচিংয়েই গত মরশুমে অনূর্ধ্ব ১৬ আন্তঃজেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল শিলচর দল। তাই একটা দলকে কিভাবে চ্যাম্পিয়ন করতে হয়, সেটা তার জানা রয়েছে। তবে বাস্তব হচ্ছে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই শুধু একটা ভালো দল থাকলেই হবে না। মাঠে নেমে পারফর্ম করতে হবে। এটাই শেষ কথা। এটা ভালো করেই জানেন শিলচর দলের দুই কোচ তথাগত ও দীপঙ্কর। তাইতো দুজনেই এক সুরে বলছিলেন, এবছর আমাদের হাতে একটা ভালো দল রয়েছে। তবে ছেলেদের পারফর্ম করতে হবে। এটাই শেষ কথা।

ঘরের মাঠে আগামী ২১ ফেব্রুয়ারি হাইলাকান্দি ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে শিলচর। তথাগত বলেন, এবার এই আন্তঃজেলা টুর্নামেন্ট মরশুমের একেবারে শেষ পর্যায়ে হচ্ছে। এতে কিন্তু আমাদের লাভই হয়েছে। কারণ ইতিমধ্যেই ছেলেরা সুপার ডিভিশন সহ প্রিমিয়ার ক্লাব কাপ খেলে নিয়েছে। এবং ভাল পারফর্ম করেছে। দলের সবাই নিয়মিত প্র্যাকটিসে রয়েছে। কাজেই আমি ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী। তবে আসল কথাটা জানেন তো, ক্রিকেট কিন্তু চরম অনিশ্চয়তার খেলা। তাই মাঠে নেমে পারফর্ম করতে হবে ছেলেদের।

দীপঙ্কর বলছিলেন, এবার আমাদের হাতে একটা ভালো দল রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দলের সবাই টাচে রয়েছে। ছেলেরা একাধিক টুর্নামেন্ট খেলে নিয়েছে। তাই ভালো কন্ডিশনে রয়েছে। আমার আশা, দল ফাইনালে খেলবে। তবে এজন্য কিন্তু দলের সবাইকে মাঠে নেমে সেরা ক্রিকেট খেলতে হবে।

জে কে বরুয়া ট্রফি আন্তঃজেলা ক্রিকেটের জন্য ১৬ সদস্যের শিলচর দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভজিত পাল। সহ-অধিনায়ক পারভেজ মোশারফ। দলের বাকি সদস্যরা হলেন, অমন সিং, সুরজ যাদব, রোশন টপনো, কৃশানু দত্ত, সমীর সিনহা, গৌরব টপনো, বিকি রায়, আবিদ হাসান, চন্দন গোয়ালা, পরীক্ষিত বণিক, প্রশান্ত কুমার, সাহিল হাসান লস্কর, দিবাকর গোয়ালা এবং তুষার কান্তি অয়ন। এছাড়াও সাতজন কে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন অভিজিত দে, মৃণাল কান্তি নাথ, অমিত সরকার, আহাদ বড়ভুইয়া, আদর্শ ঠাকুরি, অভয় ছেত্রী এবং রিসব মজুমদার।

তথাগত জানান, ঘোষিত দলে থাকার কথা ছিলো অভিজত দে-র। তবে গতকাল প্র্যাকটিসের সময় কাঁধে চোট পেয়ে যান তিনি। ফলে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। তবে প্রথম ম্যাচটা জিতে নিলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। এবারের শিলচরের দলে নিজের পারফরম্যান্স দিয়ে চমক দিতে পারেন লেগ স্পিনার চন্দন গোয়ালা। অন্তত কোচ তথাগত এমনটাই মনে করছেন। এই তরুণ তুর্কি কে নেটে বেশ ভালো লেগেছে তার। শিলচর দলের পেস বিভাগের দায়িত্ব থাকবে আবিদ হাসান, সাহিল হাসান লস্কর এবং তুষার কান্তি অয়নের কাঁধে। দলের একাধিক স্পিনার থাকায় অধিনায়ক শুভজিৎ এর হাতে ভালো বিকল্প থাকবে। শিলচরের ব্যাটিংটাও কিন্তু দারুণ শক্তিশালী। ভালো গভীরতা রয়েছে এ বিভাগে। সব মিলিয়ে জে কে বরুয়া ট্রফি আন্তঃজেলা ক্রিকেটের জন্য শিলচর দলকে দারুণ দেখাচ্ছে।

Comments are closed.

error: Content is protected !!