"২০১৬-তে বলা হয়েছিল আগামী নির্বাচনে আমি টিকিট পাবো, এবার প্রার্থী হওয়া আমার অধিকার": বিজেপির প্রার্থিত্ব চেয়ে আশিস হালদার
বিজেপির ১০০+ মিশনের অন্যতম পরিকল্পনা হচ্ছে সোনাই মডেলকে সামনে রেখে রাজ্যে ৮টি সংখ্যালঘু আসনে সংখ্যালঘু প্রার্থীকে জয়ী করানো, এমনটা ঘোষণা করেছিলেন দলের রাজ্য সভাপতি রঞ্জিত দাস। সরাসরি আমিনুল হক লস্করের নাম ঘোষণা না করলেও রঞ্জিত দাস বলেছিলেন তার পছন্দের মানুষ আমিনুল। তবে দলের দীর্ঘদিনের সদস্য এবং সোনাই অঞ্চলের প্রভাবশালী যুবনেতা আশিস হালদার সোনাই থেকে বিজেপির প্রার্থী হতে চেয়েছেন। তিনি সম্প্রতি ই-মেইলের মাধ্যমে জেলা সভাপতি কৌশিক রাই, রাজ্য সভাপতি রঞ্জিত দাস এবং নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মার কাছে নিজের দাবিটি জানিয়েছেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আশিস হালদার বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছি, আগামীতেও করব। ২০১৬ সালের নির্বাচনে সোনাই সমষ্টিতে টিকিটের দাবীদার ছিলাম আমি। সেই সময় দলের বরিষ্ঠ নেতৃত্ব আমাকে বললেন এবার আমিনুল হক লস্করকে প্রার্থী করা হোক, আগামীতে অর্থাৎ ২০২১ সালে তোমার টিকিট পাকা। আমরা দলের অনুশাসনকে বিশ্বাস করি এবং নির্ধারিত প্রার্থীকে জয়ী করতে সমর্থ হই। তবে যেহেতু আমাকে বলা হয়েছিল এবার প্রার্থী করা হবে, আমি নিজের দাবী জানিয়ে রেখে দিয়েছি। আমার বিশ্বাস দলের তরফে আমাকে প্রার্থী করা হবে। গত দুই বছর ধরে লাগাতার সোনাই সমষ্টিতে কাজ করছি। সেখানে মানুষ চাইছেন আমি প্রার্থী হই এবং জয়ী হওয়ার সম্ভাবনাও প্রবল। এবার দলের তরফে কি সিদ্ধান্ত নেয়া হয়, তার অপেক্ষায় আছি।”
যদি বিজেপির টিকিট না পান তাহলে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন কিনা? এই প্রশ্নের উত্তরে আশিস হালদার বলেন, “আপাতত বিজেপির প্রার্থীত্বের দাবিদার হিসেবে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এখনই ভবিষ্যৎ পরিকল্পনা জনসমক্ষে বলার সময় হয়নি। পরিস্থিতি বিবেচনা করে আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সরাসরি না বললেও আশিস হালদার বিজেপির টিকিট না পেলে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন না এমনটা বলেননি। এখনও দলের তরফে কাকে প্রার্থী করা হবে, এনিয়ে কিছুই পরিষ্কার জানানো হয়নি। তবে প্রত্যেক সমষ্টিতে গতবারের বিজয়ী প্রার্থীদের পাশাপাশি অনেকেই টিকিটের দাবীদার হিসেবে রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বনাম জেলা বিজেপির অন্যতম শক্তিশালী নেতা তথা সভাপতি কৌশিক রাই। দুজনেই লক্ষ্মীপুরে প্রার্থিত্বের দাবিদার। একইভাবে কাটিগড়া সমষ্টিতে বর্তমান বিধায়ক অমর চাঁদ জৈন এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় টিকিটের দাবিদার। যদিও সোনাই সমষ্টিতে আমিনুল হক লস্করের টক্করে কোনও মুখ এখনো উঠে আসেনি, তবে আশিস হালদার এলাকায় অনেকটাই জনপ্রিয়। নির্বাচনের আগে এই লড়াই অন্য মাত্রা পাবে বলেই ধরে নেয়া হচ্ছে।
Comments are closed.