Also read in

সদরঘাট সেতু থেকে ঝাঁপিয়ে প্রাণ দিলেন করিমগঞ্জের যুবক

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সদরঘাটের নতুন সেতু থেকে হঠাৎ করেই ঝাঁপ দেন এক যুবক। তবে জলে না পড়ে সেতুর নিচে কংক্রিটের বেসমেন্টে গিয়ে পড়েন তিনি এবং সেখানেই মৃত্যু হয়। তার সঙ্গে যে ভোটার আইডি কার্ড ছিল তাতে নাম লেখা রয়েছে, উজ্জ্বল দত্ত, বয়স ২০ বছর, বাবার নাম লাল মোহন দত্ত। বাড়ি করিমগঞ্জের বদরপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত গামারীতলের মদনমোহন মামুদপুর চা বাগান বস্তি।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এবং দুই সেতুতে প্রচন্ড ট্রাফিক জ্যাম গড়ে ওঠে। যাত্রীরা বাইক থামিয়ে বা নিজের গাড়ি থেকে বেরিয়ে সেতুর নিচের ঘটনার ফটো তুলতে শুরু করেন। আবার অনেকে সেটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের আধিকারিকরা সেখানে উপস্থিত হন, তারা নিচে নেমে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন এবং সেটা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

তারা বলেন, “আমরা হঠাৎ করেই খবর পাই সদরঘাটের সেতু থেকে কেউ একজন ঝাঁপ দিয়েছে এবং এলাকায় প্রচণ্ড ভিড় জমা হয়ে গেছে। সামনে থাকা ট্রাফিক আধিকারিকরা সেখানে উপস্থিত হন এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যুবকটির ভোটার আইডি কার্ড দেখে আমরা যতটুকু তথ্য পেয়েছি, সে করিমগঞ্জ জেলার সদরপুর এলাকার বাসিন্দা। তবে এভাবে সেতু থেকে ঝাঁপিয়ে প্রাণ দেওয়ার ঘটনাকে আমরা আত্মহত্যা হিসেবে গণ্য করছি। তার সঙ্গে যে কাগজপত্র পাওয়া গেছে এতে কোনও সুইসাইড নোট লেখা নেই। এবার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে হয়ত জানা যাবে এর পিছনে কি কারণ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যুবকটি দ্রুত সেতুতে এগিয়ে যায় এবং রেলিং পার করে ঝাঁপ দেয়। এরপর জোরে শব্দ হয় এবং বোঝা যায় সে জলে পড়েনি বরং কংক্রিটের বেজমেন্টে পড়ে গেছে। সেখানে মাথা থেকে প্রচন্ড রক্তপাত হয় এবং সম্ভবত মৃত্যুও হয়।

Comments are closed.