Also read in

ভোটের দামামা বেজে উঠলো, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

মার্চের প্রথম সপ্তাহে নয়, ফেব্রুয়ারির শেষেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এই পর্যায়ে আসাম পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হচ্ছে।
মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন।

আসামে বিধানসভা নির্বাচন, ২০২১ মোট তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ গুলো হচ্ছে ২৭ মার্চ, ১লা এপ্রিল ও ৬ এপ্রিল।

প্রথম পর্যায়ে ৪৭ টি বিধানসভা নির্বাচন কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করতে হবে ৯ মার্চের ভেতরে, পরীক্ষা হবে ১০ মার্চ, ভোটের তারিখ ২৭ মার্চ।

দ্বিতীয় পর্যায়ে ৩৯টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে ১লা এপ্রিল।

তৃতীয় পর্যায়ে ৪০টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল।

২রা মে ভোট গণনা করা হবে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তরুণ গগৈ নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস দলকে হারিয়ে আসামে ক্ষমতা দখল করে।

আসামে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, পশ্চিম বাংলায় ২৯৪, তামিলনাড়ুতে ২৩৪, কেরালায় ১৪০ এবং পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০ (সঙ্গে কেন্দ্র মনোনীত তিনজন)।

Comments are closed.