কাশীপুরে দ্রুতগামী টিপার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক সহ তিন
একদিন আগে মহাসড়কে এক অত্যন্ত দ্রুতগামী একটি টিপারের চাকায় দুমড়ে-মুচড়ে গেছিল একটি ম্যাজিক ট্রাক, গুরুতর আহত হয়েছিলেন চালক সহ এক ব্যক্তি। একইভাবে সোমবার সন্ধ্যেবেলা কাশিপুর পয়েন্টে পাথর বোঝাই টিপার এবং পাইপ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দুটোর মধ্যে এত জোরে সংঘর্ষ হয় যে একটি গাড়ির ভেতর ঢুকে যায় অন্যটি। সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়, শেষমেষ অন্য একটি মেশিন দিয়ে এক গাড়ি থেকে আরেক গাড়িকে ছাড়িয়ে ভেতরে আটকে পড়া চালক এবং হ্যান্ডিমেনদের বের করে আনা হয়। অত্যন্ত গুরুতর আহত অবস্থায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাথরবোঝাই টিপার গাড়িটি দ্রুতগতিতে শিলচর অভিমুখে আসছিল, কাশিপুর পয়েন্ট সংলগ্ন এলাকায় অপর দিক থেকে জলের পাইপ বোঝাই একটি গাড়িও একইভাবে দ্রুতগতিতে যাচ্ছিল। রাতের রাস্তা ফাঁকা থাকে ফলে এধরনের গাড়ির গতি মাত্রাতিরিক্ত বেড়ে যায়। টার্নিং সংলগ্ন এলাকায় হঠাৎ করেই একটি গাড়ি অন্যটির সামনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের নাম এখনো জানা যায়নি তবে পুলিশের আধিকারিকরা তাদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছেন। সন্ধ্যার পর চারচাকা গাড়ির গতি বৃদ্ধি নতুন কিছু নয়, এতে জেলায় একের পর এক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কিছুতেই গাড়ির গতি কমছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ নাম্বার প্লেট লাগিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হবে। পাশাপাশি বারবার বার্তা দেয়া হয়েছে চালক যেন গতি নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু চালকদের মনে এর প্রভাব পড়ে না এবং এ ধরনের দুর্ঘটনা ঘটে।
Comments are closed.