রয়েছেন তমাল, কমলাক্ষ, সিদ্দেক, মিসবাহুল, সঞ্জীবরা: দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ২৬ জনের তালিকা প্রকাশ করল কংগ্রেস দল
অনেক জল্পনা-কল্পনার পর বুধবার প্রায় মধ্যরাতে ২৬ জনের , প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। এই তালিকায় বরাক উপত্যকার ১১ জন রয়েছেন; প্রত্যাশামতোই শিলচরে তমাল কান্তি বণিক, উত্তর করিমগঞ্জে কমলাক্ষ দে পুরকায়স্থ । বহু চর্চিত বড়খলা কেন্দ্রে অনেক টালবাহানার পর মিসবাহুল ইসলাম লস্করকে প্রার্থী হিসেবে মনোনীত করল দল।
বরাক উপত্যকার তালিকা এরকম,
রাতাবাড়ি: শম্ভু সিং মালা
পাথারকান্দি: শচীন সাহু
উত্তর করিমগঞ্জ: কমলাক্ষ দে পুরকায়স্থ
দক্ষিণ করিমগঞ্জ: সিদ্দেক আহমেদ
কাটলিছড়া: সঞ্জীব রায়
শিলচর: তমাল কান্তি বণিক
ধলাই : কামাখ্যা প্রসাদ মালা
উধারবন্দ : অজিত সিং
লক্ষ্মীপুর: মুকেশ পান্ডে
বড়খলা : মিসবাহুল ইসলাম লস্কর
কাটিগড়া: খলিল উদ্দিন মজুমদার
উল্লেখ্য,বড়খলার কংগ্রেস প্রার্থীত্বের অন্যতম দাবিদার ছিলেন রুমি নাথ এবং পাপন দেব । সর্বশেষ সংবাদে জানা গেছে রুমি নাথ নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর প্রার্থী তালিকা ঘোষণার পর পাপন দেব দলীয় সমস্ত পদ থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন।
মর্যাদা সম্পন্ন শিলচর কেন্দ্রে তমাল কান্তি বণিককে প্রার্থী করায় কংগ্রেস দল বেশ চাঙ্গা হয়ে নির্বাচনে লড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে দিলীপ পাল নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় শিলচর কেন্দ্রে দীপায়ন-দিলীপ-তমাল এই ত্রয়ীর জমজমাট ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন অনেকেই।
এদিকে মহাজোটের সহযোগী দল হিসেবে বরাক উপত্যকার ৪ টি আসনে এআইইউডিএফ প্রতিদ্বন্দ্বিতা করবে । কাটলিছড়া সমষ্টিতে কংগ্রেস দলের প্রার্থী সঞ্জীব রায় এবং এ আই ইউ ডি এফ এর প্রার্থী সুজাম উদ্দিন লস্করের মধ্যে বন্ধুত্ব পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে।
এআইইউডিএফ এর অপর প্রার্থীরা হলেন বদরপুর কেন্দ্র থেকে আব্দুল আজিজ, মধ্য হাইলাকান্দিতে জাকির হোসেন, আলগাপুরে নিজাম উদ্দিন চৌধুরী, সোনাই কেন্দ্রে করিম উদ্দিন বড়ভূঁইয়া।
Comments are closed.