Also read in

মনোনয়নপত্র পেশ শেষ, কাছাড়ে ৮০ জন প্রার্থী

১লা এপ্রিল অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার সময়সীমা শেষ হলো, অর্থাৎ বরাক উপত্যকার মনোনয়ন পেশের পর্ব শেষ। এবার নির্বাচনী রণাঙ্গনের মোটামুটি একটা চিত্র পাওয়া গেল। তবে, আগামী সোমবার মনোনয়নপত্র গুলি পরীক্ষা করা হবে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার, এর পরই চূড়ান্ত তালিকা জানা যাবে।

এই কদিন যারা মনোনয়নপত্র পেশ করেছেন তারা হলেন,

শিলচর (১৯) :

দিপায়ন চক্রবর্তী (বিজেপি)

তমাল কান্তি বণিক (কংগ্রেস)

বিস্ময় চমক গোস্বামী (ভারতীয় গণপরিষদ)

দুলালী চক্রবর্তী (এসইউসিআই)

প্রশান্ত লস্কর (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া)

নলিনাক্ষ ভট্টাচার্য (রাষ্ট্রীয় সেকুলার কংগ্রেস পার্টি)

রাজু সিনহা (হিন্দুস্তান নির্মাণ দল)

নির্দল :

দিলীপ কুমার পাল
জহরলাল গোয়ালা
শুভদীপ দত্ত
অনুপ দত্ত
বিজু চন্দ
অনুপম দেব
বাপ্পি পাল
বক্তার উদ্দিন মজুমদার
রোশনা বেগম লস্কর
রতন রায়
শংকর চক্রবর্তী
মোঃ নজরুল ইসলাম লস্কর

 

উধারবন্দ(৮) :

অজিত সিং (কংগ্রেস)

মিহির কান্তি সোম(বিজেপি)

আইনুল হক লস্কর (অসম জাতীয় পরিষদ)

নির্দল :

রাহুল রায়
সুব্রত মজুমদার
দেবজ্যোতি ভট্টাচার্য
সুমন দাস
শশাঙ্ক আচার্য

সোনাই (১৪) :

আমিনুল হক লস্কর(বিজেপি)

করিম উদ্দিন বড়ভূঁইয়া (এআইইউডিএফ)

আনোয়ার হোসেন লস্কর (সমাজবাদী পার্টি)

এম শান্তি কুমার সিংহ(তৃনমূল)

অঞ্জন কুমার চন্দ (এসইউসিআই)

অঞ্জন কুমার চন্দ্র (এসইউসিআই-কমিউনিস্ট)

নির্দল :

আশিস হালদার
সুকুমার সোনার
আবদুল মতলিব লস্কর
সোয়েল আহমেদ বড়ভূঁইয়া
দিলীপ কুমার দাস
বিজন পাল
এনামুল হক লস্কর
নজরুল ইসলাম লস্কর

লক্ষ্মীপুর(৭)

কৌশিক রায় (বিজেপি)

মুকেশ পান্ডে(কংগ্রেস)

আলিম উদ্দিন লস্কর (অসম জাতীয় পরিষদ)

নির্দল:

থৈবা সিংহ
মইদুল হোসেন লস্কর
ক্ষীরোদ কর্মকার
চিরঞ্জিত আচার্য

কাটিগড়া(১৬) :

গৌতম রায় (বিজেপি)

খলিল উদ্দিন মজুমদার (কংগ্রেস)

রবিজুল আলি বড়ভূঁইয়া (রাষ্ট্রীয় লোক সমতা পার্টি)

সায়েদ আহমেদ বড়ভূঁইয়া (পলিটিক্যাল জাস্টিস পার্টি)

নির্দল :

রঞ্জিত কুমার সিনহা
মনসুর হাসান চৌধুরী
হিলাল আহমেদ তালুকদার
আব্দুল অদুদ চৌধুরী
সমীরণ দাস
সাধন বাবু সিনহা
সন্তোষ রায়
সজল কান্তি দাস
সিহাব উদ্দিন আহমেদ
বিমান রায়
জুনায়েদ আহমেদ বড়ভূঁইয়া

নাসির উদ্দিন বড়ভূইয়া

ধলাই (সংরক্ষিত – ৯ জন):

পরিমল শুক্লবৈদ্য (বিজেপি)

কামাখ্যা প্রসাদ মালা(কংগ্রেস)

গৌড় চন্দ্র দাস(এসইউসিআই-কমিউনিস্ট)

রাম রতন দুসাদ (আসাম জাতীয় পরিষদ)

লোকনাথ দেব রায় (সি পি আই)

নির্দল:

ফনি ভূষণ রায়
দীপক রঞ্জন রায়
পরিমল দাস
অনন্ত মোহন রায়

বড়খলা (৭ জন):

অমলেন্দু দাস (বিজেপি)

মিসবাহুল ইসলাম লস্কর (কংগ্রেস)

মেহবুব রহমান বড়ভূঁইয়া (অসম জাতীয় পরিষদ)

অসিত পাল (বেঙ্গলি নবনির্মাণ সেনা)

নির্দল: শাহানুর আলম লস্কর

নজমুল হক লস্কর

হিফজুর রহমান লস্কর

Comments are closed.