Also read in

বেঙ্গালুরুতে মৃত হাইলাকান্দির যুবক, বহিঃরাজ্যে আরেকজন উত্তরপূর্বাঞ্চলীয় নিহত

লালার দক্ষিণ জোস্নাবাদ দ্বিতীয় খণ্ড গ্রামের আজির উদ্দিন বড়ভুইয়ার দ্বিতীয় পুত্র শহিদুল আলম বড়ভূঁইয়ার মৃতদেহ বুধবার সকালে বেঙ্গালুরুর এক জাতীয় সড়কের পাশে উদ্ধারের ঘটনায় বৃহত্তর লালা অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে সে ভাড়া ঘরে আর ফিরেনি। রাতে অনেক খুজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি বন্ধুরা। আজ সকালে জাতীয় সড়কের পাশে মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে বেঙ্গালুরুতে থাকা হাইলাকান্দি জেলার পরিচিতরা ছুটে গিয়ে সনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, শহিদুলকে হত্যা করে রাজপথের পাশে ফেলে রাখা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠয়েছে।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে কর্মরত উত্তর পূর্বাঞ্চলের যুবকদের বিগত কয়েক বছর ধরে এভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। মরণোত্তর পরীক্ষার পর আগামীকাল সম্ভবত লালার বাড়ির উদ্দেশ্যে মৃতদেহ নিয়ে আসা হবে বলে পারিবারিক সুত্রে জানানো হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!