ঝড়ে বিধ্বস্ত ভোট-মুখী কাছাড়, ঘর ধ্বসে মৃত ৩
নির্বাচনের প্রাক সন্ধায় কালবৈশাখী ঝড়ে তছনছ হয়েছে জেলার বিভিন্ন এলাকা। সোনাই সমষ্টির কচুদরম প্রথম খন্ডের টিলানগর এলাকায় একটি ঘর ধ্বসে একই পরিবারের সাত ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে একজন মহিলা, ৮ বছরের শিশু এবং দুই মাস বয়সের ছোট বাচ্চা নিহত হয়েছে। পরিবারের বাকি আহত ব্যক্তিরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার সন্ধেবেলা হঠাৎ করেই প্রচন্ড ঝড় আসে। জেলার প্রায় প্রত্যেক এলাকায় এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘণ্টা পরেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। এর মধ্যেই তিন ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। জেলা দুর্যোগ মোকাবেলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে, তারা এখনও পুরোপুরি হিসেবে মেলাতে পারেন নি। তবে অন্য কোথাও মৃত্যুর খবর নেই।
কচুদরম প্রথম খন্ডের টিলা নগর এলাকায় মৃত তিন ব্যক্তিরা হলেন আয়েশা বেগম লস্কর (৩৫), নুর আমিন লস্কর (৮) এবং খুশি বেগম লস্কর (২ মাস)। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, অত্যন্ত গুরুতর আহত অবস্থায় তাদের সোনায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বাকি চার ব্যক্তিকে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জেলায় ভোট গ্রহণ প্রক্রিয়া রাত পোহালেই, মোট ১৮৩৪টি কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচন আধিকারিকরা পৌঁছে গেছেন। গ্রামাঞ্চলে ঝড়ের প্রকোপ বেশি দেখা গেছে ফলে ভোট গ্রহণ কেন্দ্র এবং ভোট কর্মীরা এর কবলে আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও তথ্য তুলে ধরা হয়নি।
জেলাশাসক কীর্তি জাল্লি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে নির্বাচন কর্মীদের কোন সম্পর্ক নেই। ক্ষয়ক্ষতির হিসাব মিলানো হচ্ছে, ভোট গ্রহণ প্রক্রিয়া পরিকাঠামো ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়নি।
Comments are closed.