ভোটগ্রহণের অন্তিম পর্বে সোনাইয়ে উত্তপ্ত পরিস্থিতি, শূন্যে গুলি, আমিনুলের বিরুদ্ধে প্রতিবাদ
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোনাইয়ের ধনেহরি কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সেখানে শূন্যে গুলিও চললো। প্রায় ২০০জন স্থানীয় জড়ো হয়ে বিজেপি বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যার ফলে ধনেহরির পরিস্থিতি হয়ে উঠে থমথমে।
জানা গেছে, মধ্য ধনেহরি ৪৬৩ নং এলপি স্কুলে থাকা বুথ কেন্দ্রে অব্যবস্থা নিয়ে তীব্র বচসায় জড়িয়ে পড়ে দু’দল। আমিনুল হক লস্কর পরিদর্শন করে সেখানকার অব্যবস্থা নিয়ে প্রতিবাদ করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা জড়ো হয়ে স্থানীয় বিধায়কের বিরোধিতা শুরু করেন। শীঘ্রই দু’পক্ষের মুখের লড়াই হাতাহাতিতে পরিণত হয়। কয়েকজন স্থানীয় জানান, উত্তপ্ত পরিস্থিতিতে আমিনুল হক লস্কর ও তার নিরাপত্তারক্ষীর দিক থেকে গুলি চালানো হয়। একজন তো এমনও দাবি করেন যে, আমিনুল হক লস্কর নাকি নিজেই বন্দুক হাতে তুলে গুলি চালান।
যদিও পুলিশ অথবা নির্বাচনের সঙ্গে জড়িত কোনো পক্ষই এই সব অভিযোগের সত্যতা স্বীকার করেনি। তবে প্রতিবাদকারীরা স্কুল কমপ্লেক্স এর চার পাশেই দাঁড়িয়ে থাকেন। তারা সেই স্থান ছেড়ে যেতে রাজি নন। ফলে এ খবর লেখার সময় আমিনুল হক লস্কর সেই স্কুলের ভিতরেই রয়েছেন। প্রতিবাদকারীরা দাবি করছেন, একজন অভিযুক্তকে যেভাবে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়, ঠিক সেইভাবে আমিনুল হক লস্কর কেও যেন পুলিশ ধরে নিয়ে যায়।
এদিকে, কাছাড়ের এসপি ভবর লাল মিনা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে বিবাদ মীমাংসা করার চেষ্টা করছেন। এই ঘটনায় ভোটিং প্রক্রিয়া আটকে রয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, তিনজন আহত ব্যক্তিরা হলেন বাহারুল ইসলাম বর্ভূঞা (৪১ বছর), ধনেহরি প্রথম খন্ড,সোনাই; আজাদ হুসেন লস্কর পিতা- সাহির উদ্দিন লস্কর (৩০ বৎসর), ধনেহরি প্রথম খন্ড, সোনাই এবং আকরাম হোসেন লস্কর, কনস্টেবল, নেয়াইরগ্রাম সোনাই কাছাড় ।
Comments are closed.