ধনেহরি কাণ্ডে আমিনুলকে তিনঘন্টা কড়া ভাষায় জেরা, বরখাস্ত ৫ পুলিশ কর্মী
১ এপ্রিল নির্বাচনের সন্ধ্যায় সোনাই সমষ্টির ধনেহরি ভোটকেন্দ্রে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং তার বিরোধীদের মধ্যে বচসা উত্তপ্ত রূপ নিয়েছিল। শেষমেষ গুলি চালায় তার সুরক্ষা কর্মীরা। পরবর্তীতে উপাধ্যক্ষ অভিযোগ করেছেন তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল এবং তাকে বাঁচাতে গুলি চালায় সুরক্ষা কর্মীরা। তবে ঘটনাস্থলে একটি বন্দুক পাওয়া যায় এবং আমিনুল হক লস্করের ভোটার আইডিও সেখানেই মেলে। উপাধ্যক্ষ একে চক্রান্ত বললেও প্রশাসনের তরফে উচ্চপদস্থ তদন্ত চলছে এবং এর আওতায় রবিবার রাতে প্রায় টানা তিনঘন্টা তাকে জেরা করেছে পুলিশ। শিলচর সদর থানায় ডেকে পাঠিয়ে তাকে অত্যন্ত কড়া ভাষায় জেরা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ভোট কেন্দ্র এলাকায় গুলি চালানোর জন্য ৫ পুলিশকর্মীকে বরখাস্ত করেছেন পুলিশসুপার বিএল মিনা।
নির্বাচনের সন্ধ্যেবেলা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমিনুল হক লস্কর ভোট গ্রহণ প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ করেছিলেন। এরপর বিরোধীদলের কিছু লোকের সঙ্গে তাঁর বচসা সহ শেষমেশ দীর্ঘক্ষন তাকে আটক করে রাখা হয় এবং পুলিশের আধিকারিকরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এর আগে একসময় বেশ কয়েক রাউন্ড গুলি চলে এবং তিন ব্যক্তি আহত হন। গুলি কে চালিয়েছিল সেটা নিয়ে নানান অভিমত রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, আমিনুল হক লস্করকে বাঁচাতে গিয়ে তার দেহরক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। এরপর ঘটনাস্থলে পাওয়া পিস্তলটি কার সেটা নিয়েও বিভিন্ন মত রয়েছে, তবে এব্যাপারে পুলিশের তরফে কোনও পরিষ্কার বক্তব্য এখনও আসেনি।
রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ আমিনুল হক লস্করকে শিলচর সদর থানা ডেকে পাঠায় পুলিশ। বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা প্রায় তিন ঘণ্টা ধরে কড়া ভাষায় তাকে জেরা করেন। এতে বিভিন্ন দিক উঠে এলেও সেই তথ্য পুলিশের তরফে এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে জেরা হয়েছে, এটা জানিয়েছেন পুলিশ বিভাগের অত্যন্ত উচ্চপদস্থ আধিকারিক।
এছাড়া ভোট কেন্দ্র এলাকায় গুলি চালানোর জন্য ৫ পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পরিস্থিতি যাই হোক নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ভোটকেন্দ্রে এভাবে আতঙ্ক ছড়ানো যায় না। রবিবার রাতে প্রায় ১০ জন পুলিশ কর্মীকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে এবং এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় ৫ জন ব্যক্তিকে বরখাস্ত করা হবে।
আমিনুল হক লস্কর সোমবার গুয়াহাটি গেছেন এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা কথা বলতে পারিনি। তিনি আগামীতে নিজের বয়ান তুলে ধরলে আমরা সেটা জনসমক্ষে আনব।
Comments are closed.