
তৃতীয় অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড থেকে বিদায় নিল বরাকের দুই প্রতিনিধি ইন্ডিয়া ক্লাব ও মাইজডিহি স্পোর্টস ক্লাব। মঙ্গলবার ডিব্রুগড়ের জালান আউটডোর স্টেডিয়ামে তেজপুরের সুপার টাচ ক্লাবের বিরুদ্ধে হেরে যায় শিলচরের চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব। ১০২ রানে। অবশ্য তিন দলীয় গ্রুপ থেকে বরপেটার ক্লাব তিরঙ্গা টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিল। কাজেই এদিনের ম্যাচটি ছিল কার্যত নিয়ম-রক্ষার। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও নিরাশ করল শিলচরের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, তিনসুকিয়ায় করিমগঞ্জ এর চ্যাম্পিয়ন মাইজডিহি গ্রুপের দ্বিতীয় ম্যাচে জিতলেও সেটা কোন কাজে আসেনি। সাউদার্ন জোনের চ্যাম্পিয়ন মাইজডিহি ৫ উইকেটে হারায় রেডিয়াল ক্লাব কে। তবে এই গ্রুপ থেকে ক্রিকেট ক্লাব অব ডিব্রুগড় আগেই শেষ চারের টিকিট আদায় করে নিয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচটা জিতলেও চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড থেকে বিদায় নিতে হল মাইজডিহিকে।
এদিন ডিব্রুগড়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া ক্লাব। বোলারদের উজ্জীবিত পারফরমেন্সে সুপার টাচ্ ক্লাবকে ১৯৬ রানের সাদামাটা করে আটকে দেয় ইন্ডিয়া ক্লাব। একটা সময় তো ৬৭ রানে ৫ উইকেট চলে গিয়েছিল তেজপুরের দলটির। তবে লোয়ার অর্ডার এর ভালো পারফরম্যান্সে সম্মানজনক একটা স্কোরে পৌঁছে যায় তারা। তিন উইকেট নেন সাদেক ইমরান চৌধুরি। দুটি করে শিকার করেন পারভেজ মোশাররফ ও চন্দ্রদ্বীপ দাস।
রান তাড়া করতে নেমে ৯৪ রানে আটকে যায় ইন্ডিয়া ক্লাব। চোটের জন্য ব্যাট করতে নামেননি পারভেজ মোশাররফ। উল্লেখযোগ্য রান পান দেবাশীষ শইকীয়া (৩৬) ও আরমান খান (১৫)। ব্যর্থ হন প্রশান্ত কুমার সহ গোবিন্দ রাজবংশী ও রেহান জমিল মজুমদার। চার উইকেট শিকার করেন রবি ছেত্রী।
Comments are closed.