শিলচর বিমানবন্দরে নগদ ৪৫ লক্ষ টাকা সহ আটক মনিপুর-ফেরত দুই যাত্রী
ইম্ফল থেকে গুয়াহাটি হয়ে শিলচর আসা বিমানে মঙ্গলবার উদ্ধার হয়েছে নগদ ৪৫ লক্ষ টাকা। এদিন দুপুরে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যখন বিমানটি অবতরণ করে সেখানে আয়কর বিভাগের একটি দল যাত্রীর ব্যাগ থেকে টাকাটি উদ্ধার করে। দুই ব্যক্তিকে এই ঘটনায় আটক করা হয়েছে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
১লা এপ্রিল কাছাড় জেলায় নির্বাচন শেষ হয়ে গেলেও মঙ্গলবার রাজ্যে তৃতীয় তথা শেষ দফায় নির্বাচন ছিল। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ২ মে পর্যন্ত নির্বাচনের সব ধরনের নিয়ম জারি থাকবে। এই সময়ে এত মোটা অংকের টাকা নিয়ে কেউ চলাফেরা করতে পারেন না, ফলে দুই ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে। এছাড়া এই টাকাটি বৈধ না অবৈধ সেটাও দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, মনিপুরের চুরাচান্দপুর এলাকা থেকে জুবের হোসেন এবং মুশতাক হোসেন নামের দুই ব্যক্তি টাকা নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারা দুজনেই করিমগঞ্জের বাসিন্দা এবং তাদের গন্তব্য ছিল করিমগঞ্জ। তবে কি উদ্দেশ্যে, কার জন্য টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা পরিষ্কার জানা যায়নি।
১ এপ্রিল নির্বাচনের দিন করিমগঞ্জ জেলার এক বিধায়কের গাড়িতে ইভিএম পাওয়ার ঘটনায় আগে থেকেই নির্বাচন কমিশন সতর্ক হয়ে আছেন। এবার এতগুলো টাকা উদ্ধার হওয়া এবং এর সঙ্গে করিমগঞ্জ জেলার যোগসুত্র থাকার ঘটনায় আবার চাঞ্চল্য দেখা দিয়েছে। যদি টাকাটি অবৈধ হয় এবং এর সঙ্গে নির্বাচনের কোনও প্রার্থীর যোগাযোগ থাকে, তবে নির্বাচন কমিশন আবার কঠোর সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।
Comments are closed.