
বৈদ্যনাথ নাথ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বিদ্যাপীঠ, রানারআপ প্রণবানন্দ বিদ্যামন্দির, সেরা শৃঙ্খলা পরায়ন দল কলেজিয়েট
শিলচর ডি এস এ আয়োজিত অনূর্ধ্ব ১৫ বৈদ্যনাথ নাথ স্মৃতি প্রাইজমানি আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ। শুক্রবার প্রতিযোগিতার ফাইনালে এক রোমাঞ্চকর লড়াইয়ে বিদ্যাপীঠ ২ উইকেটে হারিয়ে দেয় প্রণবানন্দ বিদ্যামন্দিরকে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ট্রফিসহ দশ হাজার টাকা পেল বিদ্যাপীঠ। রানারআপ বিদ্যামন্দির পেল ট্রফি সহ সাত হাজার টাকা।
গত এক দশক থেকে বৈদ্যনাথ নাথ স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছে রঙ্গিন পোশাকে। সাদা বলে। তবে এবার এমনটা হয়নি। কারণ স্পনসর এর পক্ষ থেকে বাজেটে কাটছাঁট করা হয়েছিল। ফলে ফাইনাল ম্যাচটিতে অন্যান্য বারের মতো সেই জাঁকজমক ভাবটা ছিল না। ফাইনাল ম্যাচের আবহটা ছিল একেবারে ফ্যাকাশে। তবে ২২ গজে কিন্তু ব্যাট-বলের লড়াইটা বেশ ভালো হয়েছে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রণবানন্দ বিদ্যামন্দির। তারা নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে করে ১০১। বিশাল দাস দলের পক্ষে সর্বাধিক ৪৩ রান করেন। শিবা সিনহা করেন ১৩। অতিরিক্ত ১৬। দুটি করে উইকেট নেন সূরজ দাশ, রনক চ্যাটার্জী ও সুরজ পাল। জবাবে ১৭ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিদ্যাপীঠ। ভালো ব্যাটিং করেন দ্বীপ বৈষ্ণব (৩০), সানি সিং (১৯), আব্দুল তাহির লস্কর (১২) ও অনিল দাস (১০)। অতিরিক্ত ১৭। তিন উইকেট নেন শিবা সিনহা। দুটি পান বিপ্লব সিনহা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিদ্যাপীঠের সুরজ পাল।
টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করেছে গভমেন্ট বয়েজ এইচএস স্কুল। চতুর্থ হয়েছে নিউ অক্সফর্ড হাই স্কুল। ফেয়ার প্লে টিম নির্বাচিত হয়েছে শিলচর কলেজিয়েট স্কুল। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন বিদ্যাপীঠের আব্দুল তাহির লস্কর। সেরা বোলার নিউ অক্সফোর্ড স্কুলের দিনেশ প্রসাদ নুনিয়া। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন প্রণবানন্দ বিদ্যামন্দিরের বিপ্লব সিনহা।
Comments are closed.