অনূর্ধ্ব ১৬ আন্ত:স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নরসিং, রানার আপ কেন্দ্রীয় বিদ্যালয়
শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃস্কুল লিগ কাম নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো নরসিং এইচ এস স্কুল। রবিবার প্রতিযোগিতার ফাইনালে সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে নরসিং ১১ রানে হারায় কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর কে। চ্যাম্পিয়ন হবার সুবাদে ট্রফিসহ দশ হাজার টাকা পেয়েছে নরসিং। রানার আপ কেন্দ্রীয় বিদ্যালয় পেয়েছে ট্রফিসহ পাঁচ হাজার টাকা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নরসিং স্কুল। তারা নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে করে ১৪৫। অধিকাংশই কম বেশি অবদান রাখায় একটা ভালো স্কোর খাড়া করে নেয় নরসিং। দলের পক্ষে সর্বাধিক ৩১ রান করেন নির্ণয় দেবনাথ। এছাড়া ভালো অবদান রাখেন আজারুল হাজারী (২৬), অনিকেত বাসফর (১৬), সাহিদ হুসেন (১৩), সুরজ মালাকার (১০) ও বিশাল দেবনাথ (১০)। অতিরিক্ত ২৮। দারুণ বোলিং করেন অভিষেক কুমার। ৫ উইকেট শিকার করেন তিনি।
রান তাড়া করতে নেমে আট উইকেটে ১৩৪ রানে আটকে যায় কেন্দ্রীয় বিদ্যালয়। ভালো ব্যাটিং করেও দলকে জেতাতে ব্যর্থ হন ভারগভ চৌধুরি। তিনি ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া বিপ্ররাজ দাস (৩০), দেবজিৎ দাস (২৪) ও অনুরাগ সিনহা (১৭) ভালো লড়াই করেন। অতিরিক্ত ১৯। পাঁচ উইকেট শিকার করে কেন্দ্রীয় বিদ্যালয়ের সব আশায় জল ঢেলে দেন বিশাল দেবনাথ। এমন বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন বিশাল।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন শিলচর কলেজিয়েট স্কুলের বিবেক যাদব। সেরা বোলার নিউ অক্সফোর্ড স্কুল এর অভিষেক দেব। সেরা উইকেটকিপার কেন্দ্রীয় বিদ্যালয়ের বিপ্রজিত দাস।
Comments are closed.