Also read in

ভ্যাকসিন নেওয়ার ১৭-দিন পর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কালাইনের ব্যক্তি

কাছাড় জেলার কালাইন এলাকার বিশ্বজিৎ পাল প্রায় ৩ সপ্তাহ আগে ভ্যাকনের প্রথম ডোজ নিয়েছিলেন। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর রাতে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটাই কাছাড় জেলায় আজকে করোনাভাইরাসে হওয়া একমাত্র মৃত্যু।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, ২১ এপ্রিল নানা সমস্যা নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিশ্বজিৎ পাল। একসময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান। পরিবার সূত্রে জানানো হয়েছে সম্প্রতি তিনি হালকা জ্বর এবং বুকের ব্যথায় ভুগছিলেন। যেহেতু এগুলো করোনা ভাইরাসের উপসর্গ, পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় তার পরীক্ষা করানো হবে। যদিও তিনি কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন, তবু তার রেজাল্ট পজিটিভ হয়। তার মৃত্যুর পর সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বর্তমান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন এবং এর মধ্যে ১৫ জন আইসিইউতে রয়েছেন। আটজনের অবস্থা সঙ্কটজনক এবং তাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার কাছাড় জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৫১।

Comments are closed.