Also read in

সাতসকালে এ.এস.টি.সি বাসের পেছনে অল্টোর ধাক্কা,জখম ৫

সাতসকালে একটি এ.এস.টি.সি বাসের পেছনে অল্টো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন মিজোরামের আইজলের পাঁচজন যাত্রী । দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আটটা নাগাদ, হাইলাকান্দি জেলার সর্বানন্দপুর এলাকায়, ১৫৪ নং জাতীয় সড়কে।

জানা গেছে, কাটলিছড়া থেকে শিলচরগামী আসাম রাজ্য পরিবহন নিগমের একটি বড় বাস লালার সর্বানন্দপুর এলাকায় থামিয়ে যাত্রী তুলছিল। আর ওই সময় আইজল থেকে শিলচরগামী একটি অল্টো গাড়ি পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে।

 

Accident in Lala area

 

এতে অল্টো গাড়ির চালক সহ পাঁচজন যাত্রী জখম হয়েছেন। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় নাগরিকরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। লালা হাসপাতালে চিকিৎসাধীন জখম যাত্রীরা হলেন আইজলের জমুহানা নাগা (১৭), লালমুন ফিন (৪০), আর জবানথান (২৯), লালদিপুই (০৭), লালদুহান (৩৭)। লালা হাসপাতালের চিকিৎসক ডা: সামসুল হুদা আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। অন্যদিকে আব্দুল্লাপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অল্টো গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে যায়।

 

Comments are closed.