Also read in

কোভিড ১৯: ভিড় এড়াতে কাছাড়ে যান চলাচলে আবার চালু জোড়-বেজোড়

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের জারি করা সর্বশেষ এসওপি অনুযায়ী কাছাড়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যানবাহন চলাচলে ওড-ইভেন ফর্মুলা ।

বুধবার রাতে জেলাশাসকের এক আদেশ নং DDMA/39/CHR/ 2021/59 অনুযায়ী এই নির্দেশিকা বলবৎ করা হয়েছে। এতে বলা হয়েছে জোড় নাম্বারের গাড়িগুলো জোড় তারিখের দিন রাস্তায় চলাচল করতে পারবে। আর বেজোড় নম্বরের গাড়িগুলি বেজোড় তারিখের দিন রাস্তায় চলাচল করবে ।

সে হিসেবে ১৩,১৫,১৭,১৯ ইত্যাদি তারিখে যাদের যানবাহনের নাম্বারের শেষ সংখ্যা ১,৩,৫,৭,৯ তারাই চলাচল করতে পারবে। আর ১৪,১৬,১৮,২০ এরকম জোড় সংখ্যার তারিখে যাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার জোড় অর্থাৎ ২,৪,৬,৮,০ তারা চলাচল করবে।

জেলাশাসক তথা ডিজাস্টার ম্যানেজমেন্ট এর চেয়ারপারসন বুধবার রাতে এই আদেশ প্রদান করে জানিয়েছেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি-নিষেধ বলবৎ থাকবে। তবে সরকারি গাড়ি, জলের ট্যাঙ্কার, দুধ, গ্যাস পরিবহনের গাড়ি, এম্বুলেন্স, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রাইভেট গাড়ি ইত্যাদির ক্ষেত্রে এই আদেশ কার্যকরী হবে না বলে জেলাশাসকের নির্দেশে জানানো হয়েছে।

জেলা পরিবহন আধিকারিক এই বিধিনিষেধ সঠিকভাবে বলবৎ করার তত্ত্বাবধানে থাকবেন।

Comments are closed.