এপ্রিল ১৭: কি বলছে আজকের পত্রিকা?
আজ দিল্লিতে চৌদ্দটি সংগঠনের শুনানি গ্রহণ করবে জে পি সি।। এই খবরকে সবগুলো কাগজ গুরুত্ব সহকারে প্রকাশ করে।।
- আটকলাম জুড়ে সাময়িকের লিড নিউজ- নাগরিকত্ব বিলে কি হবে তা বলা যাচ্ছে না- সাময়িক প্রসঙ্গ কে জে পি সি চেয়ারম্যান রাজেন্দ্র আগারওয়াল।।
- আজ নাগরিকত্ব বিল নিয়ে শুনানিতে বসছে জে পি সি ।।যুগশঙ্খের মুখ্য শিরোনাম, নাগরিকত্বের বদলে দীর্ঘমেয়াদী ভিসা জুটবে উদ্বাস্তু হিন্দু বাঙ্গালিদের!
- সংশোধনী বিলে নাগরিকত্ব লাভের সুবিধা নেই, শুধু আবেদনের যোগ্য হবেন উদ্বাস্তুরা, বলছে আইনি মহল।।
- নববার্তা প্রসঙ্গও মুখ্য খবরে জানাচ্ছে আজ উদ্বাস্তু নাগরিকত্ব বিল নিয়ে গণশুনানি।। যৌথ কমিটির সামনে মত দেবে আসামের ২৮টি সংগঠন।।
২০০৭ সালের ১৮ মে ঐতিহাসিক মক্কা মসজিদ বিস্ফোরণের রায় দিল গতকাল এন আই এ আদালত।।
- এই খবরকে লিড নিউজ করে প্রান্তজ্যোতি লিখেছে- মক্কা মসজিদ বিস্ফোরণে বেকসুর খালাস স্বামী অসীমানন্দ সহ দশ।।
- সাময়িকও গুরুত্ব দিয়ে ছবিসহ জানিয়েছে মক্কা মসজিদ বিস্ফোরণ: অসীমানন্দরা খালাস, রায় দিয়েই ইস্তফা বিচারপতি রেড্ডির।।
নববার্তা একটি খবর জানাচ্ছে– কাঠুয়া মামলা অন্য রাজ্যে সরিয়ে দেবার আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।। একই প্রসঙ্গে সাময়িক লিখেছে কাঠুয়ায় ধর্ষিতা শিশুর পরিবারকে নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের।।
এ্যাঙ্কর নিউজে যুগশঙ্খ জানিয়েছে -রংপুরে যাত্রা শুরু বৈদ্যনাথ যোগ মহাবিদ্যালয়ের।।
যুগশঙ্খের কয়েকটি টুকরো খবর
১) নিজের হাতে আদিবাসী মহিলার পায়ে চটি পরিয়ে দিলেন মোদি।।
২) দেশিকোত্তম পাচ্ছেন গুলজার, অমিতাভ।।
৩) নাইট ক্লাবের উদ্বোধনঃ বিতর্কে সাক্ষী মহারাজ।।
৪) কর ব্যবস্থার আওতায় বেসরকারি কর্মীরাও।।
৫) পাঠানকোটে নজরে সন্দেহভাজন জঙ্গির গতিবিধি, সতর্ক সেনা।।
নববার্তা একটি প্রতিবেদনে জানাচ্ছে– ত্রিপুরা সীমান্ত উত্তর-পূর্বের কাছে হুমকি স্বরূপ; মৌসুমী কাণ্ডে বি এস এফ ও গোয়েন্দা প্রশ্নের মুখে।।
সাময়িকের কয়েকটি টুকরো খবর
১) গ্রেফতার চিকিৎসক সুজিত নাথ চৌধুরী।।
২) দাদাসাহেব ফালকে পাচ্ছেন শাহিদ সহ একঝাঁক তারকা।।
৩) মোদিময় সংঘ: অপসারিত তোগাড়িয়া।।
৪) দুদিনের অসম, মেঘালয় সফরে উপরাষ্ট্রপতি নাইডু।।
খেলার পাতায় সাময়িকের খবর:
- শেষদিনে ৬ সোনাসহ ১৯ পদক- গোল্ডকোস্ট কমনওয়েলথে তৃতীয় ভারত।।
- ফিরে আসার লড়াই করছিলাম –সাইনা।।
- আই পি এল এর খবরে সাময়িক জানিয়েছে- সহজ জয় নাইটদের।। আজ সামনে আর সি বি।। জয়ে ফিরতে মরিয়া রোহিতরা।।
Comments are closed.