Also read in

মেডিক্যাল কলেজে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি, মৃত্যু পাঁচ ; কাছাড়ে পজিটিভ ৩৩২, করিমগঞ্জে ১২০, হাইলাকান্দিতে ১১২

যদিও কাছাড় জেলায় পজিটিভ হওয়ার হার কিছুটা কমেছে, কিন্তু উপসর্গ সহ রোগী এবং সঙ্কটজনক রোগীর সংখ্যা অস্বাভাবিক বাড়ছে।মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।

শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে আজ ৫০ জন রোগী হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছে। এর আগে একদিনে সর্বাধিক ৩৩ জন রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে ২৫৫ জন রোগী শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে ৯৬ জন আইসিইউতে এবং ১৬ জন ভেন্টিলেটরে আছেন। ১২৪ জন রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে। আজ ১৪ জন রোগী ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।

আজ সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় পাঁচ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাইলাকান্দি জেলার লালার শাহাবাদকারের ৭৮ বছর বয়স্ক সিরাজ উদ্দিন চৌধুরী গত ১৪ মে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গতকাল ১৮ মে বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রাণ হারান।

হাইলাকান্দি জেলার লালার অপর একজন ৪০ বছর বয়স্ক হুসনারা বেগম চৌধুরী গতকাল ১৮ মে রাত ৯ টা ৩০ মিনিটে প্রাণ হারান। উনি সেদিন সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শিলচর তারাপুর এলাকার ৫৬ বছর বয়স্ক শংকর পাল চৌধুরী ১৬ মে হাসপাতালে ভর্তি হন এবং ১৮ মে মেয়ে রাত ১০.৪৫মিনিটে প্রাণ হারান।

শিলচর শরৎপল্লী এলাকার ৭০ বছর বয়স্ক দিলীপ রায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ মে। তিনি আজ সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

শিলচর বিলপার এলাকার ৭৪ বছর বয়স্ক জিতেন কংস বণিক ১৭ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তাকে আজ দুপুর ১২ টা ৪০ মিনিটে মৃত বলে ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যা পর্যন্ত ৩৩২ জন রোগীর দেহে সংক্রমণ ধরা পড়েছে, হাইলাকান্দি জেলায় ১২২ জন এবং করিমগঞ্জে ১০২ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

Comments are closed.