গুরুচরণ কলেজ এবং কাছাড় কলেজের অডিটোরিয়ামকে 'কন্টাক্ট ট্রেসিং টিম" এর জন্য নিচ্ছে প্রশাসন
৩৪ নং ধারা অনুযায়ী জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ কাছাড় জেলার জিসি কলেজ এবং কাছাড় কলেজের অডিটোরিয়াম সাময়িক অধিগ্রহণ করছে ।
জোলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ ডিডিএমএ’র জারি করা একটি চিঠিতে বলা হয়েছে, জেলায় দ্রুত কোভিড লোকের সংখ্যা বাড়ছে। “করোনা ভাইরাস (কোভিড -১৯) এর প্রাদুর্ভাব এবং এর বিস্তার মানবজীবনের জন্য একটি সম্ভাব্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কাছাড় থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে কোভিড-১৯ এর বিস্তার রোধ সম্ভব হয়।”
ব্যাপারটা বুঝিয়ে বলতে ডিডিসি-ইনচার্জ জেসিকা রোজ লাইসেম জানান, এই দুটো স্থানে রোগীদের চিকিৎসা হচ্ছে না। রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টার রয়েছে। যদি কারোর কোভিড শনাক্ত হয় তবে তিনি কার কার সংস্পর্শে এসে ছিলেন সেটা নির্ণয় করা হবে । উনার সংস্পর্শে আসা লোকজনকে এই দুটো অডিটোরিয়ামে বসানো হবে। যেহেতু শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে তাই এই বড় দুটো অডিটোরিয়াম নেওয়া হয়েছে।
অনেক সময় করোনা পজিটিভ রোগীরা তাদের সংস্পর্শে আসা লোকজনের পরিচিতি গোপন করেন, সেই ক্ষেত্রে আমাদের আশা, কর্মীরা তাদের বাড়ি গিয়ে পরিবার-পরিজন এবং সংস্পর্শে আসা লোকেদের তালিকা নিয়ে আসবেন।
Comments are closed.