Also read in

২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ১০, চিন্তিত চিকিৎসক মহল ও

উদ্বেগজনক ভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বিগত ২৪ ঘন্টায় আরো ১০ জন রোগী কোভিড ওয়ার্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই দশ জনের মধ্যে সাত জন হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টার ভিতরেই মারা গেলেন। অর্থাৎ চিকিৎসকরা তাদের সুস্থ করে তোলার মতো সময় হাতে পাচ্ছেন না। এই ব্যাপারে মেডিকেল কলেজ হাসপাতালে উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত আবেদন রেখেছেন, “অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের নিচে নেমে গেলে সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন। অন্তিম মুহূর্তে রোগীকে নিয়ে আসলে সুস্থ করে তোলা খুবই কঠিন।”

কাছাড় জেলার ঘুঙ্গুর এলাকার ৬৬ বছর বয়স্ক রেখা আচার্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের কুড়ি তারিখ এবং তিনি ২৫শে মে রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার ধলাই, বাশখাল এলাকার ৬০ বছর বয়স্ক জহুরা বেগম বড়ভূঁইয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২৪ তারিখ এবং পরের দিন অর্থাৎ ২৫শে মে রাত ১০টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার জারইলতলা নিবাসী ৫৩ বছর বয়স্ক প্রত্যুষ নাথ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৪ শে মে এবং ছাব্বিশে মে ভোর রাত ১২টা কুড়ি মিনিটে তিনি মারা যান

করিমগঞ্জ জেলার বাজারীছড়া এলাকার বছর বয়স্ক সন্ধ্যা রানী দাস হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২১ তারিখ এবং তিনি মে মাসের ২৬ তারিখ ভোররাতে ১২-৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাইলাকান্দি জেলার আলগাপুরের বাসিন্দা ৬৭ বছর বয়স্ক আব্দুল রৌফ চৌধুরী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মে মাসের ২৫ তারিখ ভর্তি হয়েছিলেন এবং মে মাসের ২৬ তারিখ ভোর রাত একটা দশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পিএইচই ক্যাম্পাস কোয়ার্টারের বাসিন্দা বছর বয়স্ক রবি বর্মন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২৩ তারিখ এবং তিনি ছাব্বিশে মে ভোর রাত তিনটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন

দক্ষিণ মোহনপুর, হাইলাকান্দি জেলার ৬০ বছর বয়স্ক আয়েশা বেগম লস্কর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের ২৫ তারিখ। ঐদিন রাতেই অর্থাৎ ২৬শে মে ভোর রাত ৩ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার দুধপুর এলাকার ৫৮ বছর বয়স্ক নিকুঞ্জ সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৫ শে মে এবং ছাব্বিশে মে সকাল ৭-৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

কাটিগড়া এলাকার রাজপুরের বাসিন্দা ৬০ বছর বয়স্ক মিলন রানী দাস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছাব্বিশে মে এবং ঐ দিনই সকাল আটটা কুড়ি মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার বিন্নাকান্দি, কাপ্তানপুর এলাকার ৫২ বছর বয়স্ক এন বিমল সিংহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছাব্বিশে মে এবং ঐ দিনই সকাল ১০ টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৮ জন রোগী কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন । যার মধ্যে ৯৫ জন আইসিইউতে, ৩১ জন ভেন্টিলেটর সাপোর্টে এবং ১৬৫ জন অক্সিজেন সাপোর্টে রয়েছেন । গত ২৪ ঘন্টায় ৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৪ জন ছাড়া পেয়েছেন।

Comments are closed.