Also read in

চরগোলায় দ্রুতগামী লরির চাকায় প্রাণ হারালেন বদরপুরের যুবক, আটক লরিচালক

করিমগঞ্জ জেলার চরগোলা এলাকায় দ্রুতগামী লরির চাকায় প্রাণ হারালেন স্থানীয় এক তরুণ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। পুলিশের তরফে জানানো হয়েছে বদরপুরের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক বাইকে থাকা এক যুবককে সজোরে ধাক্কা মারে এবং প্রায় পিষে ফেলে পালিয়ে যায়। তবে বদরপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রাকটিকে পুলিশ আটকাতে সমর্থ হয়, সঙ্গে আটক করা হয় চালককে।

ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম রাতুল পুরকায়স্থ, বয়স কুড়ি বছরের কাছাকাছি, বাড়ি বদরপুরের ঘোড়ামারা এলাকায়। তবে ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ থানার অধীনে চরগোলায়। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, দ্রুতগামী ট্রাকটি খালি ছিল, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাতুল পুরকায়স্থ বিজেপির ঘোড়ামারা বুথ কমিটির সভাপতি রজত পুরকায়স্থের ছোট ভাই। তিনি করিমগঞ্জে এইচডিএফসি ব্যাংকে কাজ করতেন। সম্ভবত বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে আসেন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে পরীক্ষা আগামীকাল হবে।

ঘটনায় এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন, পাশাপাশি এক শোকের ছায়া নেমে এসেছে। কম বয়সে একজন প্রতিভাবান যুবক এভাবে দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন, এটা জনগণ কিছুতেই মেনে নিতে পারছেন না। অতীতে কাছাড় জেলার কাটিগড়া এলাকা সহ বদরপুর এবং করিমগঞ্জে বেশ কয়েকটি ঘটনায় এভাবে তরুণরা প্রাণ হারিয়েছেন। স্থানীয়রা জানান প্রতিবাদ করেছেন এবং পুলিশের কাছে অনুরোধ রাখা হয়েছিল, দ্রুতগামী ট্রাকদের গতিতে নিয়ন্ত্রণ আনতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে। তবে পরিস্থিতি কিছুতেই বদলায়নি এবং একের পর এক প্রতিভাবান যুবক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন।

Comments are closed.