মার্গারিটায় বদলি হলেন লক্ষীপুরের এসডিপিও পার্থপ্রতিম, ডিএসপি ভার্গব যাচ্ছেন জালুকবাড়ি
সম্প্রতি এক তরুণ চিকিৎসক অভিযোগ করেছিলেন লক্ষ্মীপুরের এসডিপিও তাকে প্রকাশ্যে হেনস্থা করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটারে পুলিশ বিভাগের তরফ থেকে ক্ষমা চেয়ে নেন ডিজিপি জিপি সিং। এবার লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দাস (আইপিএস)-কে বদলি করা হয়েছে, তবে এর সঙ্গে ডাক্তারের হেনস্তার অভিযোগের কোন সম্পর্ক নেই। পার্থপ্রতিম দাস এবার মার্গারিটা জেলায় এসডিপিও হিসেবে যোগ দেবেন। সম্প্রতি রাজ্য সরকারের এক নির্দেশে পুলিশ স্তরে আবার কিছু রদবদল হয়েছে এবং এতেই বদলি হয়েছেন পার্থপ্রতিম দাস। এছাড়া কাছাড় জেলার ডিএসপি, হেডকোয়ার্টার ভারত গোস্বামী জালুকবাড়ির এসিপি হিসেবে নিযুক্ত হয়েছেন।
জুনিয়র ডাক্তার ইনদাদুল হুসেন মজুমদার অভিযোগ করেছিলেন, লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির অধীনে পয়লাপুল চারিআলি এলাকায় পুলিশের হাতে নিগৃহীত হয়েছেন। তিনি টুইটারে একটি ছবিও আপলোড করেন। তার অভিযোগ ছিল এসডিপিও পার্থপ্রতিম দাস তাকে শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করেছেন। গত বছর তেজপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ইনদাদুল হুসেন মজুমদার। বর্তমানে খারুপেটিয়ায় সরকারি চিকিৎসক হিসেবে নিযুক্ত।
তবে এসডিপিও পার্থপ্রতিম দাস বলেন, “আমরা নিজেদের দায়িত্ব পালন করছিলাম, এখন কারফিউ চলছে এবং কোনও ব্যক্তির চলাফেরার অনুমতি নেই। তারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, পুলিশ সেটা থামাতে বললে তারা কথা শোনেননি, বারবার বলা সত্ত্বেও গাড়ির লাইট অফ করেন নি ড্রাইভার। এরপর তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। চিকিৎসকটি বলেন, আমি একজন ডাক্তার, আমাকে আটকানোর সাহস কিভাবে হয় আপনাদের? তার কাছে কোনও কাগজপত্র ছিল না। তবুও আমরা তাদের আটক করে রাখিনি এবং বাড়ি যেতে দিয়েছি। চিকিৎসকটি টুইটারে একটি ক্ষত দেখিয়ে ফটো আপলোড করেছে।আমাদের বাহিনীর কেউ তাদের উপর হাত তোলে নি, এই ক্ষত হওয়ার পেছনে পুলিশের কোনও যোগসূত্র থাকতে পারেনা।”
তবে এরপর রাজ্য পুলিশের স্পেশাল ডিজিপি জিপি সিং টুইটারে ডাক্তারের উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার ঘটনা অন্য মোড় নেয়। এবার পার্থপ্রতিম দাস বদলি হওয়ায় কথা উঠতেই পারে, তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরানো হয়েছে। তবে বিভাগের সূত্রে জানা গেছে বদলির সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র নেই।
পার্থপ্রতিম দাসের জায়গায় এবার লক্ষীপুরের নতুন এসডিপিও হিসেবে যোগ দেবেন কুলপ্রদীপ ভট্টাচার্য, তিনি ২০১৫ ব্যাচের এপিএস। তিনি বর্তমানে নামরূপ জেলার ডেপুটি সুপারেন্টেন্ড হিসেবে কর্মরত।
কাছাড় জেলার বর্তমান ডিএসপি ভার্গব সঞ্জীবন গোস্বামী জালুকবাড়ির এসিপি হিসেবে নিযুক্ত হচ্ছেন। তার জায়গায় যোগ দিচ্ছেন এপিএস কল্যান কুমার দাস। তিনি ২০১৫ ব্যাচের এপিএস এবং বর্তমানে নগাও জেলার ডিএসপি হিসেবে কর্মরত।
এছাড়া হাইলাকান্দি জেলার নতুন ডিএসপি বর্ডার হিসেবে যোগ দিচ্ছেন এপিএস নির্মল ঘোষ। তিনি বর্তমানে উদালগুরি জেলায় ডিএসপি বর্ডার হিসেবে কর্মরত।
মরিগাও জিলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গীতার্থ দেব শর্মা করিমগঞ্জ জেলার ডিএসপি হেডকোয়ার্টার হিসেবে যোগ দিচ্ছেন। জেলার বর্তমান ডিএসপি হেডকোয়ার্টার সুধন্য শুক্লবৈদ্য শোনিতপুর জেলার ডিএসপি বর্ডার হিসেবে যোগ দেবেন।
Comments are closed.