Also read in

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক সিদ্দিক আহমেদ, কোভিড নেগেটিভ

গুরুতর অসুস্থ অবস্থায় শিলচরের গ্রিন হিলস হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে আনতে হয়েছিল। স্থানীয় চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে শিলচরে নিয়ে আসার পরামর্শ দেন। তাকে অ্যাম্বুলেন্সে শিলচরের বেসরকারি হাসপাতাল গ্রীন হিলসে নিয়ে আসা হয়েছে। তার রেপিড এন্টিজেন টেস্ট নেগেটিভ হয়েছে, অর্থাৎ তিনি আপাতত করোনা ভাইরাসে আক্রান্ত নন।

সিদ্দিক আহমেদ অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে পরীক্ষা করেছিলেন চিকিৎসক ডাঃ আবু নাসির মোঃ মাসরুর। তিনি বরাক বুলেটিনকে জানিয়েছেন,
যখন তিনি প্রথম দেখেন, সিদ্দিক আহমেদ কাশি জ্বর এবং খানিকটা শ্বাসকষ্টে ভুগছিলেন। যেহেতু করোনা পরিস্থিতি চলছে এবং শ্বাসকষ্ট করোনা আক্রান্তদের মধ্যে অনেকের হচ্ছে, তাই তারা দেরি না করে শিলচরের হাসপাতালে রোগীকে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। রেপিড এন্টিজেন টেস্টের রেজাল্ট নেগেটিভ হয়েছে তার, তবে আরটিপিসিআর পরীক্ষাও করানো হয়েছে যার রেজাল্ট আসতে অন্তত দুদিন লাগবে।

এছাড়া ডায়াবেটিস এবং হাইপারটেনশন ইত্যাদি সমস্যায় বহুদিন ধরে ভুগছেন। বিধায়ক হিসেবে অনেক পরিশ্রমের জীবন কাটাতে হয় তাকে, কিন্তু এর ফাঁকে শরীরের সমস্যাগুলো নিয়ে সচেতন থাকেন তিনি।

২০০১ সালে প্রথমবার রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। পরবর্তীতে তরুণ গগৈর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের তিনি মন্ত্রী হয়েছিলেন। করিমগঞ্জ জেলার দাপুটে এবং বরিষ্ঠ বিধায়কদের মধ্যে তিনি একজন। এই বছর নির্বাচনে বিজেপির মিত্রজোটের প্রার্থী আজিজ খানকে হারিয়ে আবার বিধায়ক হয়েছেন সিদ্দিক আহমেদ।

Comments are closed.