Also read in

কোভিড-১৯ : শুক্রবার কাছাড় জেলায় ৩১১ পজিটিভ, মেডিক্যালে মৃত ৩

কাছাড় জেলায় স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ৩১১ জন রোগীর দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯০ জন আরটিপিসিআর টেস্টে এবং ২২১ জন রেপিড এন্টিজেন টেস্টে শনাক্ত হয়েছেন।

এদিকে শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ১১ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ২১৩ জন রোগী সক্রিয় রয়েছেন। ৮৭ জন রোগী আইসিইউতে রয়েছেন, ১১৪ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ২৩ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১৪২ জন রোগীর অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

এর আগের ২৪ ঘন্টায় ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩২ জন রোগী ছাড়া পেয়েছেন। ৬ জন রোগী হোম আইসোলেশন নিয়েছেন।

করোনা সংক্রমণের কারণে ২৪ ঘণ্টায় তিন জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন।

শিলচর শহরের বিবেকানন্দ রোড এলাকার বাসিন্দা ৮৪ বছর বয়স্ক বেলা রানী সেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮ জুন এবং ১০ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাছাড় জেলার জিরিঘাট এলাকার বাসিন্দা ৬৮ বছর বয়স্ক চম্পালাল রবিদাস বিগত ৮ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১০ জুন রাত দশটায় উনার মৃত্যু হয়।

হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর দ্বিতীয় খন্ডের বাসিন্দা ৩২ বছর বয়স্ক হীরা মজুমদার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ জুন। তিনি ১১ জুন দুপুর ২-৩০ মিনিটে করোণা উপসর্গ নিয়ে প্রাণ হারান ।

করিমগঞ্জ জেলায় ১১ জুন ৪৩৭৪ জনের সোয়াব সংগ্রহ করা হয়, তার মধ্যে ৮২ জনের করোনা পজিটিভ সংক্রমণ রয়েছে। ১১৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং জেলায় কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ১০৬৮ জন।

Comments are closed.