
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : পিছিয়ে গেল টস, আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি
দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। অবশেষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সেই মহেন্দ্রক্ষণ এসেই গেল। টেস্ট এর শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে চুটিয়ে প্রস্তুতি নিচ্ছিল ভারত ও নিউজিল্যান্ড। গত দু’বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি সেরা দল হিসেবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া এবং ব্ল্যাক ক্যাপসরা। দুটি দলই দারুন ব্যালেন্স। ফাইনালের ভেন্যু সাউদাম্পটনের রোজ বল।
একদিকে রয়েছে টিম ইন্ডিয়া, যারা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে পরাস্ত করেছে। তাও আবার নিজেদের বি-টিম দিয়ে। এরপর ইংল্যান্ডকে ঘরের মাঠে নাকানিচোবানি খাইয়েছে। গত চার বছরে বিদেশের মাটিতে ভারতীয় দল শুধু একটি বাজে সিরিজ খেলেছে। সেটা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজের কথা ছেড়ে দিলে ঘরে-বাইরে টেস্ট ফরম্যাটের সবচেয়ে ধারাবাহিক দল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। পিছিয়ে নেই নিউজিল্যান্ড ও। এইতো গত সপ্তাহেই কিউইরা ইংল্যান্ডকে দুই টেস্টের সিরিজে হারিয়েছে। এই কৃতিত্ব গত সাত বছরে কোন দলের নেই। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল কে ঘিরে দারুন একটা হাইপ তৈরি হয়েছে। ক্রিকেট প্রেমীদের যেন আর তর সইছে না।
ফাইনালের জন্য ইতিমধ্যেই উভয় দল নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ভারত তাদের একাদশে দুজন স্পিনার রেখেছে। রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পেস বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি এবং ইশান শর্মা। ৫ বলার ও ছয় ব্যাটসম্যানের কম্বিনেশন নিয়ে ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। অবশ্য জাদেজা এবং অশ্বিন খেলবেন অলরাউন্ডার হিসেবে। গত দু’বছরে টেস্ট ক্রিকেটে সেরা অলরাউন্ডার হলেন জাদেজা। আইসিসি রেংকিং যাই বলুক না কেন পরিসংখ্যান কিন্তু জাদেজার পক্ষেই। তাই ফাইনালেও তার কাছ থেকে ভালো কিছুর আশায় থাকবে টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল শুধু ভারত ও নিউজিল্যান্ডের জন্য নয়, টেস্ট ক্রিকেটের দৃষ্টিকোণ থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পাঁচদিনের ফরমেট কে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই চ্যাম্পিয়নশিপ শুরু করেছে আইসিসি। আর সাউদাম্পটনে ফাইনাল ম্যাচ দিয়েই এর ক্লাইমেক্স লেখা হবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটা। তবে এমন একটা প্রেক্ষাপটে জল ঢেলে দিতে পারে ইংল্যান্ডের আবহাওয়া। বৃষ্টির জন্য টস পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি লাঞ্চ পর্যন্ত কোন ক্রিকেট সম্ভব নয়। চিন্তা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। কারণ সাউদাম্পটনের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ৫ দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফাইনাল ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডে থাকলেও টানা বৃষ্টি থাকলে সেটা কতটুকু কার্যকর হবে বলা মুশকিল। তাই এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বের ক্রিকেট পাগলদের চিন্তায় রেখেছেন বরুণ দেবতা।
Comments are closed.