Also read in

কোভিড সংক্রমণ হ্রাস না পেলে কাছাড়ে ১০ দিনের সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা

বর্তমানে দুলিয়াজান সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এক উদ্বেগের কথা শোনালেন। কোভিড সংক্রমণ আশানুরূপ ভাবে না কমলে সরকার সংশ্লিষ্ট অধিক সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে সম্পূর্ণ লকডাউন করতে বাধ্য হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “জেলাগুলোর কোভিড সংক্রমণের পরিস্থিতি নিয়ে বৈঠক হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন জেলা গুলোতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রয়োজন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবারের বৈঠকে।”

তিনি আরো বলেন, বিশ্বনাথ জেলায় কোভিড সংক্রমনের বৃদ্ধি ঘটে চলেছে, যা খুবই উদ্বেগজনক। অন্য জেলার কথা উল্লেখ না করলেও মুখ্যমন্ত্রী দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সূত্রে জানা গেছে, বিবেচ্য অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে তিনসুকিয়া, ডিব্রুগড়, গোলাঘাট, শোণিতপুর, নওগাঁও এবং কাছাড়।

আসাম সরকার কর্তৃক সর্বশেষ যে নীতি নির্দেশিকা (এস ও পি) জারি করা হয়েছিল সেখানে উল্লেখ ছিল যে পরিস্থিতির উন্নতি না ঘটলে ২১ জুন থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা হিসেবে দশদিনের সম্পূর্ণ লকডাউন নেওয়া হতে পারে, মুখ্যমন্ত্রীর আজকের মন্তব্যে এটাই প্রতীয়মান হচ্ছে।

মুখ্যমন্ত্রী দুলিয়াজান নুমালিগড় পাইপলাইন লিমিটেড পরিদর্শন করেন এবং সেখানে চতুর্থ গ্যাস কম্প্রেসার প্যাকেজ অপারেশনের উদ্বোধন করেন।

Comments are closed.