চব্বিশ ঘন্টায় মেডিকেলে পাঁচ বছরের শিশু সহ মৃত দুই, কাছাড়ে রেট পজিটিভ ৮২
ধীরে ধীরে সংক্রমনের মাত্রা কমছে; কমছে পজিটিভিটি হার ও। এদিকে সোমবারও মেডিকেল কলেজে দুজনের মৃত্যু হয় এবং উদ্বেগের বিষয় হচ্ছে এর মধ্যে একটি ৫ বছরের শিশুও রয়েছে।
সোমবার কাছাড় জেলায় সর্বমোট ৮২ জন ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয় । এটি রেপিড এন্টিজেন টেস্টের ফলাফল, আরটিপিসিআর টেস্টে শনাক্তের সংখ্যা বাকি আছে।
করিমগঞ্জে ৬৬ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হয়। জেলায় গতকাল ৪৬৮৭ জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল।
হাইলাকান্দিতে ২৪ ঘন্টায় ১৮ জন ব্যক্তির শরীরে কোন ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ২১ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১২২ জন রোগী সক্রিয় রয়েছেন। ৭১ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৫১ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ১০ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৯২ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
এর আগের ২৪ ঘন্টায় ১৫ জন রোগী করোণা সংক্রান্ত উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৬ জন রোগী ছাড়া পেয়েছেন। ০ জন রোগী হোম আইসোলেশন নিয়েছেন এবং দুইজন কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন।
করোনা সংক্রমণের কারণে ২৪ ঘণ্টায় দুই জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন। একজন কাছাড় জেলার এবং অপরজন করিমগঞ্জ জেলার ৫ বছরের শিশু।
কাছাড় জেলার কাঠাল এলাকার বাসিন্দা ৭৬ বছর বয়স্ক রাখাল চন্দ্র দে বিগত ১৭ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২১ জুন সকাল ৮-১৫ মিনিটে উনার মৃত্যু হয়।
করিমগঞ্জ জেলার কানিশাইল এলাকার বাসিন্দা ৫ বছরের শিশুপুত্র রিয়াজুল হক শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮ জুন এবং ২১ জুন সকাল ৮-৫০ মিনিটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Comments are closed.