Also read in

শিলচরের ৩টিস্থানে কো-ভ্যাকসিন প্রদান করা হবে; হস্পতিবার কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে না।

বৃহস্পতিবারের ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে কর্মসূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে। জানানো হয় যে বৃহস্পতিবার শিলচরের ৩টি কেন্দ্রে কোভ্যাকসিন প্রদান করা হবে। কোভ্যাকসিনের এই তিনটি কেন্দ্র হচ্ছে নাজিরপট্টি মডেল প্রাইমারি , ট্রাঙ্ক রোডের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র( পিএইচসি) এবং অম্বিকাপট্টির দূর্গাশঙ্কর পাঠশালা।

এই কেন্দ্রগুলিতে ১৮বছরের ঊর্ধ্বের স্লট বুকিং থাকা ১৯০ জনকে এবং অনস্পট রেজিস্ট্রেশনের দশজনকে কোভ্যাকসিন দেওয়া হবে। এই তিনটি স্থানের প্রতিটিতে ২০০ টি করে অর্থাৎ মোট ৬০০ টি কো-ভ্যাকসিন শিলচর শহরের জন্য বরাদ্দ করা হয়েছে l

সেই সঙ্গে পূর্ববর্তী প্রেসবার্তায় উল্লেখিত কোভিশিল্ড প্রদানের ব্যাপারে জানানো হয়েছে যে এই তিনটি কেন্দ্রে কোভ্যাকসিন প্রদান ছাড়া শিলচরের আর কোনও কেন্দ্রে বৃহস্পতিবার কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে না।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই ভ্যাকসিন কেন্দ্রগুলিতে যথাযথ উপায়ে কোভিড বিধি মেনে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে l

Comments are closed.