একই শিবিরে ২২১ জন রক্ত দিলেন শিলচরে
টানা সাত বছর ধরে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে আসছে অযাচক আশ্রমের শিলচর শাখা, আর প্রত্যেক বারই শতাধিক মানুষ এতে রক্তদান করেন। এবারও সেই ধারা বজায় রাখলেন তাঁরা। রবিবার শিলচরের রাধামাধব রোডে আয়োজিত রক্তদান শিবিরে ২২১ জন স্বেচ্ছায় রক্ত দিলেন যার মধ্যে ২৩ জন মহিলাও ছিলেন যা এক নজির।
দক্ষিণ আসাম অখন্ড সংগঠন এবং বরাক ভ্যালি ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে সহযোগীতা করেন শিলচর মেডিক্যাল কলেজ ব্ল্যাক ব্যাঙ্কের সদস্যরাও। দান করা রক্ত সংগ্রহ করার পাশাপাশি রক্তদাতা দের স্বাস্থ্যের পরিক্ষাও করেন বিশেষজ্ঞ ডাক্তাররা।
রক্তদান নিয়ে একটা চাঁপা ভয় থাকে সাধারণ মানুষের মধ্যে। তবে অযাচক আশ্রমে আজ অন্য দৃশ্য চোখে পড়ে। এদিন সকাল ১০টায় শুরু হয় রক্তদান শিবিরটি এবং প্রথম থেকেই রক্তদাতা দের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। লম্বা লাইন দিয়ে যুবক-যুবতীরা নিজেদের নাম লেখান, স্বাস্থ্য পরিক্ষা করান, একে অন্যকে উৎসাহ দেন। যারা স্বাস্থ্যের জন্য রক্ত দিতে পারছেন না, তাঁদের কেউ কেউ কেঁদেই ফেলেন। এমন ঘটনা শিলচরে হচ্ছে, যেখানে আমরা আজও গরিব দুঃস্থ মানুষকে রক্তের জন্য দ্বারে দ্বারে ঘুরতে দেখি, টাকার বিনিময়ে রক্ত যোগাড় করতে দেখি।
দক্ষিণ আসাম অখন্ড সংগঠনের পক্ষ থেকে নবেন্দু নাথ বলেন, শ্রীশ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংসের জনসেবার আদর্শকে সামনে রেখেই তাঁরা এই উদ্যোগটি নিয়ে থাকেন। স্বামী স্বরুপানন্দের মহাপ্রয়াণ বার্ষিকী এবং তাঁর মানসকন্যা সংহিতা দেবীর মহাপ্রয়াণের দিনকে সামনে রেখে প্রতিবছর এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রথমবার মোট ২৬৭ জন রক্ত দিয়েছিলেন এবং এতে ৩৩ জন মহিলা রক্তদাতা ছিলেন যা এক রাজ্য রেকর্ড।
বরাক ভ্যালি ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা মহীতোষ পাল(আশু পাল) বলেন, অযাচক আশ্রমের এই উদ্যোগ উত্তরপূর্ব ভারতে অন্যতম নজির। স্বেচ্ছায় রক্তদান সমাজের সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ জরুরী। তবে খুব কম সংস্থাই টানা এত বছর ধরে এধরনের শিবির আয়োজন করে থাকেন। অযাচক আশ্রমের এই প্রচেষ্টা বরাক উপত্যকা সহ উত্তরপূর্বের বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছে।
প্রায় এক সপ্তাহ ধরে শিলচর শহর এবং আশেপাশের এলাকায় রক্তদান নিয়ে সচেতনতা অভিযান করেন অযাচক আশ্রম এবং বরাক ভ্যালি ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। রবিবার বরাক উপত্যকার তিন জেলা সহ ডিমা হাসাও থেকেও অনেকেই রক্তদান অনুষ্ঠানে অংশ নিতে আসেন। পাশাপাশি সিআরপিএফের এক দল এসে রক্ত দিয়ে যান এদিন।
দক্ষিণ আসাম অখন্ড সংগঠনের পক্ষ থেকে নবেন্দু নাথ বলেন, শ্রীশ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংসের জনসেবার আদর্শকে সামনে রেখেই তাঁরা এই উদ্যোগটি নিয়ে থাকেন। স্বামী স্বরুপানন্দের মহাপ্রয়াণ বার্ষিকী এবং তাঁর মানসকন্যা সংহিতা দেবীর মহাপ্রয়াণের দিনকে সামনে রেখে প্রতিবছর এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রথমবার মোট ২৬৭ জন রক্ত দিয়েছিলেন এবং এতে ৩৩ জন মহিলা রক্তদাতা ছিলেন যা এক রাজ্য রেকর্ড।
বরাক ভ্যালি ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা মহীতোষ পাল(আশু পাল) বলেন, অযাচক আশ্রমের এই উদ্যোগ উত্তরপূর্ব ভারতে অন্যতম নজির। স্বেচ্ছায় রক্তদান সমাজের সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ জরুরী। তবে খুব কম সংস্থাই টানা এত বছর ধরে এধরনের শিবির আয়োজন করে থাকেন। অযাচক আশ্রমের এই প্রচেষ্টা বরাক উপত্যকা সহ উত্তরপূর্বের বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছে।
প্রায় এক সপ্তাহ ধরে শিলচর শহর এবং আশেপাশের এলাকায় রক্তদান নিয়ে সচেতনতা অভিযান করেন অযাচক আশ্রম এবং বরাক ভ্যালি ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। রবিবার বরাক উপত্যকার তিন জেলা সহ ডিমা হাসাও থেকেও অনেকেই রক্তদান অনুষ্ঠানে অংশ নিতে আসেন। পাশাপাশি সিআরপিএফের এক দল এসে রক্ত দিয়ে যান এদিন।
Comments are closed.