Also read in

বড়খলায় মর্মান্তিক দুর্ঘটনা; নিহত ২, আহত ১০

কাছাড় জেলার বড়খলা বিধানসভা চক্রের অন্তর্গত বান্দরখাল সংলগ্ন এলাকা দেবিনালায় আজ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি টিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা যায়। তাছাড়া আহত হয়েছেন আরো দশ জন‌।

জানা গেছে, টিপার ট্রাকটি শ্রমিক নিয়ে মহাসড়কের দুর্গাছড়া থেকে বান্দরখাল যাওয়ার পথে দেবীনালায় দুর্ঘটনার মুখে পড়ে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট নিচে জাটিঙ্গা নদীর তীরে গিয়ে পড়ে।

মৃত দুইজনের মধ্যে একজন হলেন নূর মোহাম্মদ লস্কর। তিনি শিলচর থানার দিঘর শ্রীকোনার বাসিন্দা বলে জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি। আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বড়খলা পুলিশ থানার তদন্তকারী কর্মকর্তা নিলয় কুমার সিংহ বলেন, “টিপার ট্রাকটি দুর্গাছড়া এলাকা থেকে শ্রমিকদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছিল।” তিনি আরো বলেন, “ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মহাসড়কের উপর থেকে নিচে জাটিঙ্গা নদীর তীরে পড়ে যায়।” এত উঁচু থেকে পড়ার ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত শ্রমিকরা যারা টিপার ট্রাকটিতে ছিলেন তারা হলেন মহাসড়ক নির্মাণ সংস্থার সুশি ইনফ্রা এবং মাইনিং লিমিটেড প্রাইভেট কোম্পানির শ্রমিক।

Comments are closed.