Also read in

এমজিএনরেগা কেলেঙ্কারি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেফতার কাটিগড়ার বিডিও সুজা হোসেন

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পলয়মেন্ট জেনারেশন অ্যাক্টের অর্থের নয়ছয়, চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহ ইত্যাদি অভিযোগে সম্প্রতি কাটিগড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুজা হোসেনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর দেখা যায় অভিযোগের সত্যতা রয়েছে, ফলে সুজা হোসেনকে গ্রেফতার করা হয়। কাটিগড়া থানার ওসি মনোজ নার্জারির নেতৃত্বে একটি দল রবিবার সকালে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুজা হোসেনকে গ্রেফতার করে।

অভিযোগের উপর ভিত্তি করে আগে অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন সেকশনে মামলা গ্রহণ করে পুলিশ। এরপর একটি দল সুজা হোসেনের বাড়িতে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাকে অতিসত্বর কোর্টে পেশ করা হবে।

মনোজ নার্জারি বলেন, “ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুজা হোসেনের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা সহ বিভিন্ন যুবক-যুবতীকে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। অনেকেই তার বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ দায়ের করেছেন, ফলে আমরা তাঁর বিরুদ্ধে মামলা গ্রহণ করি। তাকে গ্রেফতার করার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে আরও তদন্ত হবে এবং যেসব তথ্য আমাদের হাতে উঠে আসবে সেটা আদালতে পেশ করা হবে। বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ আগামীতে তাকে আমরা কোর্টে পেশ করব।

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পলয়মেন্ট জেনারেশন অ্যাক্টের আওতায় গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া লোকেদের কাজ প্রদান করা হয়। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের ক্ষেত্রে এসব লোকেদের লাগানো হয় এবং তারা আর্থিকভাবে কিছুটা সবল হন। কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিক এসব প্রকল্পের অর্থ লুটে গরিব লোকেদের ক্ষতি করেন বলে অভিযোগ থাকে। অনেকেই অভিযোগ তুললেও সঠিক প্রমাণ সংগ্রহ করতে পারেন না, ফলে সরকারি আধিকারিকরা পার পেয়ে যান। এবার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মত একজন উচ্চপদস্থ আধিকারিক প্রমান সহ গ্রেফতার হওয়ায় অনেক তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Comments are closed.