Also read in

শিলচর রেলওয়ে স্টেশনে ১২ মিটার লম্বা বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে সিনিয়র টেকনিশিয়ানের মৃত্যু

শিলচর রেলওয়ে স্টেশনে আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্টেশনে আজ নিজের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সিনিয়র টেকনিশিয়ান প্রাণ হারিয়েছেন। সকাল ১০ টা ৪৫ মিনিটে পরেশ দাস নামে একজন ইলেকট্রিশিয়ান কাজ করতে গিয়ে ১২ মিটার লম্বা খুঁটিতে উঠেছিলেন, যেটা তার প্রায় প্রত্যেক দিনের ডিউটির মধ্যে পড়ে। তার সঙ্গে আরও কয়েকজন সহকর্মী খুঁটিটির আশে পাশেই দাঁড়িয়ে ছিলেন।

তাদের মতে, পরেশ দাস হঠাৎ চিৎকার শুরু করে নিচে পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে রেল স্টেশনে উপস্থিত স্বাস্থ্য ইউনিটে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্টেশনের ইঞ্জিনিয়ার জানান যে দাসকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন তার প্রাণ ছিল না এবং এত উপর থেকে পড়ে যাওয়ার ফলে সেটা হয়েছে।

কিসের কারণে এই ঘটনাটি ঘটেছে তা এখনো বোঝা যায়নি। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বিধান চন্দ্র রায় বলেন, ব্যাপারটা জানার পর তিনি সঙ্গে সঙ্গে পরেশ দাসের পরিবারের সদস্যদের ফোন করেন। পরেশ দাস নিজের ডিউটি পালন করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির উপরে চড়েন এবং বিদ্যুৎ সরবরাহ তখন বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে উপরে ওঠার আগেই খুঁটি থেকে পড়ে গেলেন পরেশ দাস। এর পেছনের কারণ এখনো শনাক্ত করা যায়নি।

“পরেশ দাস ভারতীয় রেলের একজন স্থায়ী কর্মচারি এবং দুই দশকেরও বেশি সময় ধরে তিনি চাকরি করছিলেন। আমি তার পরিবারের সদস্যদের নিজে ফোন করে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছি। তারা সঙ্গে সঙ্গে স্টেশনে ছুটে এসেছেন,” যোগ করলেন রায়।

পরেশ দাসের সঙ্গে সেখানে ডিউটিতে থাকা দুই সহকর্মীর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। তার হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে অবজারভেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, পরেশ দাস কাটাখাল এলাকার বাসিন্দা।

Comments are closed.