ইদ-আল-আধা: আইন-শৃঙ্খলা রক্ষার্থে ম্যাজিস্ট্রেট নিয়োগ কাছাড়ে
কাছাড় জেলায় কোভিড প্রটোকল মেনে ইদুজ্জোহা পালনের আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে রাজ্য সরকারের জারি করা সর্বশেষ এসওপি অনুসারে ইদুজ্জোহা পালন করতে বলা হয়েছে।
এদিকে বুধবার ত্যাগের এই উৎসব পালনের সময় জেলায় আইন-শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শিলচর সদর থানা এলাকায় ম্যাজিস্ট্রেট হিসেবে জিতুরাজ গগৈ আইন-শৃঙ্খলা দেখবেন।
শিলচর শহরের রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্ট ,ন্যাশনাল হাইওয়ে পেট্রোলিং পোস্ট এলাকায় ম্যাজিস্ট্রেট রুতি আওয়াজ ,রংপুর পেট্রোল পোস্ট মালুগ্রাম টাউন আউটপোস্ট এবং তারাপুর টাউন আউটপোস্ট এবং শ্রীকোণা আউট পোস্টে কিমনেইনাম চানশান আইন-শৃংখলার তদারকি করবেন ।
সোনাই, কচুদরম ও ধলাই থানা এলাকার আইন-শৃংখলার দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট ডক্টর দীপঙ্কর নাথকে ।এছাড়া কাটিগড়া থানা এলাকায় ম্যাজিস্ট্রেট কাবেরী রংপিপি এবং উদারবন্দ ও বড়খলা থানা এলাকায় আইন-শৃঙ্খলা দেখবেন ম্যাজিস্ট্রেট অদিতি নুনিসা।
Comments are closed.