এনকাউন্টার পাথারকান্দিতে ! ড্রাগস পাচারকারী তৌসার আহমেদ বুলেট বিদ্ধ হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে
করিমগঞ্জের পাথারকান্দি এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে এক মুখোমুখি লড়াইয়ে পুলিশ গুলি চালায়। পদ্মনাভ বড়ুয়া করিমগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকদ্রব্যের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করেন। আজ পাথারকান্দি পুলিশ স্টেশনের পক্ষ থেকে লক্ষ্মীপুর এলাকায় একটি অভিযান চালানো হয় এবং সেই অভিযানে বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাদের গুলি চালাতে হয়।
বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় পুলিশ সুপার বড়ুয়া জানান যে পাঁচ জন মাদক পাচারকারী পুলিশ আধিকারিকদের উপর পাল্টা আক্রমণ করে এবং তাদের পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। “গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা এই অভিযান চালান। সেই দলে পাঁচ থেকে ছয় জন ছিল এবং চারজন ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুলিশ সেই অভিযানে বাধ্য হয়ে গুলি ছুড়ে এবং সেই গুলিতে মাদক পাচারকারী তৌসার আহমেদ আহত হয়। তাকে দ্রুত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে”, করিমগঞ্জের এসপি আইপিএস পদ্মনাভ বড়ুয়া জানান।পুলিশ সূত্র আরও জানিয়েছে যে তৌসার আহমেদ পাথারকান্দি এলাকার স্থানীয় বাসিন্দা।
পুলিশ কর্মকর্তাদের বাধ্য হয়ে কি পরিস্থিতিতে এই চূড়ান্ত পদক্ষেপ নিতে হয়েছিল জানতে চাইলে পুলিশ সুপার বড়ুয়া বলেন, “সন্দেহভাজন পাচারকারী পুলিশকে পরাস্ত করার চেষ্টা করেছিল এবং একইসঙ্গে সার্ভিস রিভলবারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। সেই কারণেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।”
অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা ৭২ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করে।
শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মুখপাত্ররা এ নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন। কারণ সন্দেহভাজন পাচারকারী এখনো চিকিৎসাধীন রয়েছে।
Comments are closed.