অভিযান চালিয়ে উধারবন্দ থেকে মাদকদ্রব্য এবং ব্রাউন সুগার আটক করলো পুলিশ
গোপন তথ্য অনুযায়ী পুলিশের এক বাহিনী উধারবন্দে মাদকদ্রব্য উদ্ধারের জন্য এক অপারেশন চালিয়েছে। দলটি ১১ টি প্লাস্টিকের পাত্রে ভরা মাদক দ্রব্য এবং ব্রাউন সুগার আটক করে।
সূত্র আরো জানায় যে বাহার উদ্দিন (২৫), আব্দুল রউফ (৩২) এবং মার্সি কুকি নামের তিনজন ব্যক্তিকে এ ব্যাপারে গ্রেফতার করা হয়েছে। তারা যে গাড়িটি ব্যবহার করেছিল সেই গাড়িটিও পুলিশ আটক করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেন যে তারা আটক করা এই মাদকদ্রব্যগুলো ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও এ পান এবং সোনাইতে এগুলো নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ নিশ্চিত করে যে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Comments are closed.