জাতীয় সড়কে আবার অঘটন: এবার সিদ্ধেশ্বর শিববাড়ী সংলগ্ন এলাকায়।
সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রান হারালেন এক ব্যাক্তি। শোকাবহ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাত সকালে পাঁচগ্রাম থানাধীন সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন জাতীয় সড়কে । এই দুর্ঘটনায় বাইক আরোহী কাটিগড়ার নুননগর এলাকার আব্দুল মানিক বড়ভুইয়া (৫৫) ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন। অন্যদিকে বাইক চালক আব্দুল মন্নান বড়ভুইয়া গুরুতর জখম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ কাটিগড়ার নুন নগর গ্রামের দুই ভাই আব্দুল মানিক ও আব্দুল মন্নান মোটর সাইকেল নিয়ে হাইলাকান্দি যাচ্ছিলেন। পাঁচগ্রাম সিদ্ধেশ্বর মন্দির লাগোয়া জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে একটি লরির সাথে তাদের সংঘর্ষ হয়। আর এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে অত্যন্ত মর্মান্তিকভাবে আব্দুল মানিকের মৃত্যু হয়। স্থানীয় জনতা ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন এবং পাঁচগ্রাম থানায় খবর পাঠান। খবর পেয়ে এ এস আই মাজারুল ইসলামের নেতৃত্বে পুলিশ দ্রুত ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরন করে। তাছাড়া গুরুতর জখম আব্দুল মান্নানকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ দুর্ঘটনায় গোটা কাটিগড়া নুননগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.