
২১-২২ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর চল্লিশ শতাংশ সিলেবাস কমিয়ে দিল সেবা
করোণা সংক্রমণে জেরবার সমগ্র বিশ্ব, পড়াশোনা লাটে ওঠার জোগাড়। অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলেছে এতদিন। এবার স্কুল কলেজ খোলার প্রস্তুতি শুরু হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় ২১-২২ শিক্ষা বর্ষের নবম এবং দশম শ্রেণির ছাত্রছাত্রীদের সিলেবাস প্রায় ৪০% কমিয়ে দিল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আসাম (সেবা)।
সেবা প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে, “ছাত্র-ছাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ২০২১-২২ সনের নবম এবং দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের কোর্স কারিকুলাম ২০১৯ সনের তুলনায় মোটামুটি চল্লিশ শতাংশ হ্রাস করা হলো”।
তবে, সেবা স্পষ্টীকরণ দিয়েছে যে, এটা শুধু ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শিক্ষকেরা ইচ্ছে করলে পুরো কোর্স পড়াতে পারেন যাতে পড়ুয়ারা তাদের সম্পূর্ণ কারিকুলাম সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারে।
ছাত্র ছাত্রীরা তাদের সংশোধিত সিলেবাস সেবার সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে http://www.sebaonline.org
Comments are closed.