![](https://barakbulletin.com/wp-content/uploads/2021/09/IMG_20210904_123401-750x430.jpg)
এন এফ রেলওয়ে ১০ সেপ্টেম্বর থেকে দ্বি-সাপ্তাহিক শিলচর- ভৈরবী প্যাসেঞ্জার ট্রেন চালু করছে
উত্তর -পূর্ব সীমান্ত রেলওয়ে ১০ সেপ্টেম্বর থেকে শিলচর – ভৈরবী যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছে। তবে জানা গেছে, এটা রোজ চলাচল করবে না। এই যাত্রীবাহী ট্রেনটি চলবে সপ্তাহে দুদিন। যা বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাকে সংযুক্ত করবে। একটি রেল বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করা হয়েছে।
ট্রেনটি প্রতি মঙ্গলবার ও শুক্রবার শিলচর থেকে এবং প্রতি বুধবার ও শনিবার ভৈরবী স্টেশন থেকে চলাচল করবে। সময়সূচি অনুসারে, দ্বি -সাপ্তাহিক এই ট্রেনটি শিলচর স্টেশন থেকে বিকাল ৪:৫৫ মিনিটে ছাড়বে। ভৈরবী পৌঁছাবে রাত ৯টায়। এটি পরের দিন সকাল সাড়ে ৫ টায় ভৈরবে থেকে ছাড়বে এবং সকাল ৯:২০ নাগাদ শিলচরে পৌঁছাবে। ট্রেনটি অরুণাচল, শালচাপড়া, হাইলাকান্দি, লালা, জামিরা সহ ১২ টি স্টেশনে থামবে।শিলচরে প্রাথমিক রক্ষণাবেক্ষণ সহ মোট ১০ টি কোচ থাকবে ট্রেনটিতে।
এদিকে, উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস শুক্রবার আসামের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লিখে বরাক উপত্যকায় লোকাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।
Comments are closed.