Also read in

এবারও দুর্গ পূজা কড়া নিয়ম কানুনের মধ্যে, আড়ম্বর না করার আহ্বান আসাম সরকারের

কোভিড আবহে গতবারের মতো এবারও এক ঝাঁক বিধি নিয়মের বেড়াজালে হবে দুর্গাপূজা। তবে এবার অবশ্য অঞ্জলি প্রদান এবং ভোগপ্রসাদ বিতরণে নিষেধাজ্ঞা থাকছে না। রাজ্য সরকার চাইছে আড়ম্বর না করে শুধু শাস্ত্রবিহিত অনুষ্ঠানের মধ্য দিয়েই পুজো সম্পন্ন হোক।

স্বাস্থ্য বিভাগের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে,

পূজা কমিটির সদস্য , স্বেচ্ছাসেবকদের অন্তত একটি ভ্যাকসিন নেওয়া অনিবার্য।

জেলা প্রশাসন থেকে দুর্গাপূজা আয়োজনের জন্য আগাম অনুমতি নিতে হবে।

পুজো প্যান্ডেলে প্রবেশ এবং প্রস্থান করার আলাদা আলাদা রাস্তা রাখতে হবে।

পুজোর দর্শনার্থীদের মাস্ক পরিধান অনিবার্য, যদি কোন দর্শনার্থী মাস্ক না নিয়ে পুজো মণ্ডপে আসেন তাহলে পুজো কমিটিকে মাস্ক বন্টন করতে হবে; দিতে হবে সেনিটাইজার ও।

পঞ্চমী দিনে পূজোর সদস্য তথা পুরোহিত দের কোভিড টেস্ট করতে হবে।

শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মন্ডপ থাকতে হবে খোলামেলা।

প্রতিমা বেশি বড় হতে পারবেনা যাহাতে প্রতিমা প্রতিষ্ঠা তথা বিসর্জনের জন্য বেশি মানুষ না লাগে।

পুজোতে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না।

প্রতিমা নিরঞ্জনে ভিড় জমানো যাবেনা।

বিজয়া দশমীর পর আবার পুজো কমিটির সদস্য তথা পুরোহিতদের কোভিড টেস্ট করতে হবে।

Comments are closed.