
রামনগরের জলাশয় থেকে নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
শিলচর শহর সংলগ্ন রামনগর এলাকায় বিলের জলে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করা হলো নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ। ৫১ বছর বয়সী মানিক উদ্দিন বড় ভূঁইয়া নামক এই ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে রামনগর ষষ্ঠ খন্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে বিল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার কাছেই মানিক উদ্দিন বড়ভূঁইয়ার বাড়ি। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের তরফ থেকে তারাপুর পুলিশ ফাঁড়িতে প্রাথমিক এজাহার দাখিল করা হয়েছিল। এরমধ্যে সোমবার সকালে বিলের জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়।
এই সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । মৃতদেহের ঘাড়ে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাই এই অস্বাভাবিক মৃত্যু জলে ডুবে, না কি খুন তা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আনন্দ মেধি এই বিষয়ে বলেন, “মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসছে ততক্ষণ পর্যন্ত এই মৃত্যু সম্বন্ধে কিছু সঠিক সিদ্ধান্তে আসা যাবেনা।”
Comments are closed.