দুর্গা পুজোর চার দিন শিলচর শহরে যানবাহন চলাচলে ট্রাফিক পুলিশের নীতি নির্দেশিকা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার অধীনস্থ রাস্তাগুলোতে যানবাহন চলাচলের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এরকম,
১) আগামী ১২ অক্টোবর, মঙ্গলবার (মহাসপ্তমী) থেকে ১৫ অক্টোবর, শুক্রবার (বিজয়া দশমী)পর্যন্ত সকাল ৯টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল ধরনের ভারী ও মাঝারি লরির চলাচল বন্ধ থাকবে।
২) সকাল ৯টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারি, মাঝারি, ছোট যাত্রীবাহী বাস এবং অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি; সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, বিআরটিএফ সিআরপিএফের গাড়ি সমূহ পৌর এলাকাতে চলাচল করতে পারবে না।
৩) আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্য সরকারের অধীনস্থ যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাস গুলো সকাল ৯টার পর থেকে রামনগর, জাঙ্গিয়ানা, রংপুর, রায়গর থেকে চলাচল করবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে। একইভাবে লক্ষীপুর উধারবন্দ ও মনিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প থেকে; মিজোরামের গাড়িগুলো জঙ্গিয়ানা পয়েন্ট থেকে; মাছিমপুর রুটের গাড়ি গুলি তারাপুর রায়গড় থেকে; ধোয়ারবন্দ রুটের গাড়ি গুলো কাঁঠাল পয়েন্ট থেকে যাতায়াত করবে।
৪) পৌর এলাকার ভেতরে থাকা রিক্সা এবং অটো রিক্সা গুলো পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে।
৫) মালুগ্রাম, ট্রাংক রোডের দিক থেকে আসা অন্যান্য গাড়িগুলো ক্লাব রোড, ডাকবাংলো পয়েন্ট, পৌরসভার অফিসের সামনে দিয়ে জানিগঞ্জ, দেওয়ানজী বাজার, প্রেমতলা হয়ে রাঙ্গিরখাড়ির দিকে যেতে পারবে ।
৬) রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা হালকা যানবাহন গুলো প্রেমতলা, শিলংপট্টি ডিআইজি অফিস পয়েন্ট হয়ে হোটেল বড়াইল ভিউয়ের সামনের রাস্তা দিয়ে তারাপুরের দিকে যেতে পারবে ; অথবা পার্ক রোড হয়ে ক্লাব রোড দিয়ে মালুগ্রাম বা সদরঘাটের দিকে যেতে পারবে; অথবা পার্ক রোড, ক্লাব রোড ডাকবাংলো হয়ে জানিগঞ্জ, দেওয়ানজী বাজার প্রেমতলা আসতে পারবে।
৭) চামড়া গুদাম, বিলপারের থেকে আসা গাড়িগুলো কালিবাড়ি রোড হয়ে দেওয়ানজী বাজারের দিকে যেতে পারবে।
৮) পাবলিক স্কুল রোডে আগের গোপীনাথ সিনেমাহলের দিক থেকে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে।
৯) জানিগঞ্জ থেকে কোন ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিল পট্টির দিকে চলাচল করতে পারবে না।
১০) সার্কিট হাউস রোডের দিক থেকে আসা অন্যান্য যানবাহন ডাক-বাংলো পয়েন্ট হয়ে জানিগঞ্জ অথবা মালুগ্রাম যেতে পারবে।
১১) তারাপুরের দিক থেকে আসা অন্যান্য ছোট যানবাহন ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে ট্রাঙ্ক রোড ক্যাপিটাল পয়েন্ট হয়ে জানিগঞ্জের দিকে যেতে পারবে অথবা আসাম রাইফেলস রোড শিলংপট্টি, পার্ক রোড, অন্নপূর্ণা পয়েন্ট হয়ে দেবদূত সিনেমা হলের দিকে চলাচল করতে পারবে।
১২) হাসপাতাল রোড থেকে কোন ধরনের যানবাহন চেংকুড়ি রোডের দিকে যেতে পারবেনা ।
১৩) পুজোর তিন দিন দুপুর দুটো থেকে ১ নং লিংক রোড পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান-ওয়ে হিসাবে পরিগণিত হবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক থেকে লিঙ্ক রোডে ঢুকতে পারবে এবং হাইলাকান্দি রোঢ হয়ে বেরোতে পারবে।
১৪) বিলপারের লোচন বৈরাগী রোড দুপুর দুটো থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ‘নো এন্ট্রি জোন’ হিসেবে থাকবে।
১৫) করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা অন্যান্য হালকা যানবাহন গুলো ন্যাশনাল হাইওয়ে, চিত্তরঞ্জন এভিনিউয়ের সামনে দিয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে।
১৬) গাড়ি নিয়ে আসা পূজা দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের স্থান হল এএসটিসি ফ্ল্যাগ স্টেশন এবং ডিএসএ’র বাস স্ট্যান্ড।
১৭) ছোট গাড়ি নিয়ে আসা দর্শনার্থীদের জানানো হচ্ছে যে, কেবলমাত্র পার্কিং স্লটে গাড়ি রাখা যাবে। গাড়ির চালককে গাড়িতে থাকার জন্য নির্দেশ দিতে হবে, যাতে কোনো ধরনের যানজট সমস্যা দেখা দিলে প্রয়োজনমতো গাড়ি সরানো যায়।
১৮) ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ই এন্ড ডি কলোনি পয়েন্ট পর্যন্ত রাস্তা ‘ওয়ান ওয়ে’ হিসেবে থাকবে। সকাল ৯ টা থেকে কোন ধরনের গাড়ি ইএন্ডডি কলোনি পয়েন্ট থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্টের দিকে আসতে পারবে না। অবশ্য পরিস্থিতি বিবেচনায় উভয় দিকেই গাড়ি চলাচল বন্ধ করা হতে পারে।
১৯) যেকোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ।
২০) ১২ অক্টোবর,সপ্তমী থেকে ১৪ অক্টোবর, নবমী পর্যন্ত বিকেল দুটো থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের রিক্সা খেলা নিচের রাস্তাগুলো দিয়ে চলাচল করতে পারবে না।
ক) রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে প্রেমতলা, দেওয়ানজী বাজার, তুলাপট্টি হয়ে পুরাতন অন্নপূর্ণা সিনেমা হওয়া পয়েন্ট পর্যন্ত।
খ) প্রেমতলা পয়েন্ট থেকে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হয়ে ডিআইজি অফিস পয়েন্ট পর্যন্ত।
গ) দেওয়ানজী বাজার পয়েন্ট থেকে থানা পয়েন্ট হয়ে জানিগঞ্জ তুলাপট্টি পয়েন্ট হয়ে ট্রেজারি অফিস পয়েন্ট পর্যন্ত।
ঘ) ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর হয়ে ই এন্ড ডি কলোনি পয়েন্ট পর্যন্ত।
রংপুর থেকে কোন রিক্সা সকাল দশটার পর বরাক ব্রিজ অতিক্রম করে শহরে প্রবেশ করতে পারবে না।
পরিস্থিতি বিবেচনায় উপরোক্ত নির্দেশাবলী এবং নিয়মাবলীর পরিবর্তন হতে পারে।
বিসর্জন:
২০) বিসর্জনের দিন অর্থাৎ ১৫ অক্টোবর শুক্রবার দুপুর ১২টা থেকে কোন ধরনের যানবাহন পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করতে পারবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা প্রতিমাবাহী যানবাহনগুলো প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলো পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়ে গাড়ি গুলো বেরোতে পারবে। ঠিক সেরকম তারাপুরের দিক থেকে আসা প্রতিমাবাহী গাড়িগুলো ডিআইজি বাংলা পয়েন্ট, শিলং পট্টি হয়ে প্রেমতলা পয়েন্টে অন্যান্য গাড়ির সাথে মিলে বিসর্জন ঘাটের দিকে যাবে।
এই বিধি নিষেধ গুলো দমকল, চিকিৎসা পরিষেবা, জল সরবরাহ এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে বলবৎ হবে না।
Comments are closed.