
নগাও ওপেন প্রাইজমানি দাবা টুর্নামেন্টে প্রথম স্থান লাভ করলেন শিলচরের দাবাড়ু ইফতিকার আলম মজুমদার। ইন্টারন্যাশনাল ফিডে রেটিং স্বীকৃতি না থাকলেও নগাওয়ের এই টুর্নামেন্ট সারা আসাম দাবা সংস্থা অনুমোদিত। কাজেই শিলচরের তরুণ দাবাড়ু ইফতিকারের এই সাফল্য যথেষ্ট গুরুত্ব রাখে। টুর্ণামেন্টে শিলচরের আরো এক দাবাড়ু রাজদীপ দাস ও প্রথম দশে শেষ করেছেন। ফলে শিলচরের জন্য এটা জোড়া সাফল্য। প্রথম স্থান অর্জন করায় পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও ১৫ হাজার টাকা পেলেন ইফতিকার। রাজদীপ পেলেন তিন হাজার টাকা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬১ জন এই রেপিড দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মোট ৯ রাউন্ডে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন ইফতিকার। রাজদীপ ছয় পয়েন্ট নিয়ে অষ্টম হন।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দ্বিতীয় স্থানে থাকা শান্তনু বরপাত্র গোহাইয়ের সঙ্গে পয়েন্ট সমান হলেও (৭) বাকলস পয়েন্টে বাজিমাত করেন ইফতিকার। এমনকি তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা চেনিরাম পেগু ও রাকেশ চক্রবর্তীও ৯ রাউন্ড শেষে সাত পয়েন্ট অর্জন করেন। তবে বাকলস পয়েন্টে পিছিয়ে থাকায় আটকে যান। এই বাকলস পয়েন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে পয়েন্ট সমান হলে কে কার বিরুদ্ধে জয় পেয়েছে, সেটা বিচার করা হয়।
এদিকে, নগাও ওপেন প্রাইজমানি দাবা প্রতিযোগিতায় শিলচরের দুই দাবাড়ুর সাফল্যে খুশি কাছাড় জেলা দাবা সংস্থা। প্রথম এবং অষ্টম স্থান লাভ করায় ইফতিকার ও রাজদীপ কে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সভাপতি অধ্যাপক চার্বাক এবং সচিব নির্মাল্য চক্রবর্তী।
এদিকে, নগাও ওপেন প্রাইজমানি দাবা প্রতিযোগিতায় শিলচরের দুই দাবাড়ুর সাফল্যে খুশি কাছাড় জেলা দাবা সংস্থা। প্রথম এবং অষ্টম স্থান লাভ করায় ইফতিকার ও রাজদীপ কে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সভাপতি অধ্যাপক চার্বাক এবং সচিব নির্মাল্য চক্রবর্তী।


Comments are closed.